ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কিং ইজ ব্যাক: কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১১ ১২:৪২:৩৭
কিং ইজ ব্যাক: কোহলি

ধোনি আগের ফর্মে নেই, এ কথা সবাই মানবেন। আগের মত মারকুটে ব্যাটিং নেই, ব্যাটে নেই রান। তবুও উইকেটকিপিং আর অধিনায়কত্ব দিয়ে তিনি যতটুকু অবদান রাখছেন, তাও বা কম কীসে!

সেই ধোনি ব্যাট হাতে চিরচেনা রূপে ধরা দিলেন রবিবার (১১ অক্টোবর)। ভালো শুরুর পরও দিল্লীর নিয়ন্ত্রিত বোলিংয়ে একটু একটু করে জয়ের সাথে বাড়ছিল চেন্নাইয়ের দূরত্ব, সেই সাথে চাপ। সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক ধোনি। ৬ বলে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শেষ ওভারের চতুর্থ বলে।

ধোনিকে আগের রূপে ফিরতে দেখে উচ্ছ্বসিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি, যিনি জাতীয় দলে অধিনায়ক ধোনির উত্তরসূরি হয়েছিলেন।

ধোনিকে ‘কিং’ বা ‘রাজা’ আখ্যা দিয়ে এক টুইট বার্তায় কোহলি লিখেছেন, ‘এবং রাজা ফিরে এলেন (কিং ইজ ব্যাক)। এই খেলার সর্বকালের সেরা ফিনিশার। আজ রাতে আবারও নিজের জায়গা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করলেন।’

ধোনির বীরত্ব দেখে খুশি হওয়া কোহলি আজ এলিমিনেটর ম্যাচে মাঠে নামবেন। শারজায় হাই ভোল্টেজ ম্যাচে ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ