ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ম্যাচের কয়েক ঘন্টা আগেই রহস্যজনক টুইটে পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশ ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৪ ১২:১১:৪৫
ম্যাচের কয়েক ঘন্টা আগেই রহস্যজনক টুইটে পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশ ফাঁস

এবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে তেমনই সাংকেতিক টুইটে ভারতের সম্ভাব্য প্রথম একাদশের হদিশ দেন জাফর। তিনি এক্ষেত্রে আইপিএল দলগুলির লোগো ব্যবহার করে নিজের পছন্দের ভারতীয় দলের কথা উল্লেখ করেন।

জাফর ব্যাটিং অর্ডার অনুযায়ী যে দলগুলির লোগো ব্যবহার করেন সেগুলি এরকম-১. মুম্বই ইন্ডিয়ান্স২. পঞ্জাব কিংস৩. আরসিবি৪. দিল্লি ক্যাপিটালস৫. মুম্বই ইন্ডিয়ান্স৬. মুম্বই ইন্ডিয়ান্স৭. সিএসকে৮. সিএসকে৯. পঞ্জাব কিংস১০. মুম্বই ইন্ডিয়ান্স১১. কেকেআর

জাফরের এমন টুইটের রহস্য উন্মোচন করলে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ দাঁড়ায় এরকম-১. রোহিত শর্মা২. লোকেশ রাহুল৩. বিরাট কোহলি৪. ঋষভ পন্ত৫. সূর্যকুমার যাদব৬. হার্দিক পান্ডিয়া৭. রবীন্দ্র জাদেজা৮. শার্দুল ঠাকুর৯. মহম্মদ শামি১০. জসপ্রীত বুমরাহ১১. বরুণ চক্রবর্তী

উল্লেখ্য, এক্ষেত্রে ওপেনে মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষাণের বিকল্পও রাখতে পারেন জাফর। তবে রোহিতকে বাদ দিয়ে তিনি ইশানকে খেলানোর পরামর্শ দেবেন বলে মনে হয় না। তাছাড়া ওপেনার হিসেবে সফল বলেই মিডল অর্ডারের দুই মুম্বই তারকার মধ্যেও ইশানকে বিবেচনা করা মুশকিল। সুতরাং মিডল অর্ডারে সূর্যকুমার ও হার্দিকই প্রাধান্য পাবেন বলে মনে হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ