ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

আকাশ ছোয়া মূল্য বিক্রি হলো আইপিএলের নতুন দুই দল মালিকানা স্বত্ব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৫ ২৩:০৩:১৯
আকাশ ছোয়া মূল্য বিক্রি হলো আইপিএলের নতুন দুই দল মালিকানা স্বত্ব

নিলামে ৬টি শহর থেকে দল কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রতিযোগী ছিল ১০টি প্রতিষ্ঠান, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাম ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স গ্রুপও অংশ নিয়েছিল।

শেষ পর্যন্ত গ্লেজার্স কোনো দল কিনতে পারেনি। নতুন দুটো দল কিনেছে ভারতীয় দুই বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান। আরপিএসজি (আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ) ৭ হাজার ৯০ কোটি ভারতীয় রূপি (বাংলাদেশি ৮০০০ কোটি টাকা) দিয়ে কিনেছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি এবং ৫৬২৫ কোটি রূপি (প্রায় ৬০০০ কোটি টাকা) দিয়ে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছে সিভিসি ক্যাপিটাল পার্টনার্স।

আরপিএসজি নিলামে দাম হাঁকিয়েছিল বিসিসিআইয়ের ভিত্তিমূল্য ২০০০ কোটির চেয়ে ২৫০ শতাংশ বেশি (প্রায় ২৩১২ কোটি টাকা)। সিভিসির ছিল ১৬০ শতাংশ বেশি।

আরপিএসজির মালিক সঞ্চিব গোয়েঙ্কা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘আইপিএলে ফিরে আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমি খুব আনন্দিত। দল কেনাটা প্রথম পর্ব। এখন আমাদের লক্ষ্য হবে শক্তিশালী একটি দল গঠন করা, যাতে টুর্নামেন্টে উল্লেখযোগ্য পারফরম্যান্স করা যায়।’

২০১৬ এবং ২০১৭ সালে পুনে ফ্রাঞ্চাইজির মালিক ছিলেন সঞ্জিব গোয়েঙ্কা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ