ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

এর চেয়ে মৃত্যু অনেক সহজ: মোহাম্মদ শামি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৮ ১০:৩৭:০১
এর চেয়ে মৃত্যু অনেক সহজ: মোহাম্মদ শামি

এমনিতেই ভারত-পাকিস্তান মানে ২২ গজের লড়াইকে ছাড়িয়ে উত্তাপ ছড়ায় সীমান্তেও। পরাজয়ের স্বাদ পাওয়া সে ম্যাচে ভারতীয় পেসার মোহাম্মদ শামি ৩.৪ ওভারে ৪৫ রানের বিনিময়ে উইকেট শূন্য থাকেন। যদিও ভারতের হয়ে কেউই পাকিস্তানের উইকেট ফেলতে পারেননি।

সে হারের পর এর জন্য শামিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে দেশটির সমর্থকরা। এমনকি তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হয়। তাদের সঙ্গে যোগ দেয় দেশটির সংবাদমাধ্যমও। সোশ্যাল মিডিয়ায় দেশটির ক্রিকেটপ্রেমীদের বলতে শোনা যায়, কত টাকার বিনিময়ে শামি পাকিস্তানের হাতে নিজেকে বিক্রি করেছেন।

ইতিপূর্বে ভারত পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও পাকিস্তান একবারও জয় পায়নি। এবারের বিশ্বকাপ ম্যাচে পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। অধিনায়ক কোহলির অর্ধশত রানে ভর করে ভারত ১৫২ রানের লক্ষ্যমাত্রা দেয়। বাবর-রিজওয়ানের ব্যাটে পাকিস্তান ভারতে দেয়া সে টার্গেট বিনা উইকেটেই পার করে।

শামি ওই ম্যাচে লাগামহীন রান দেয়ায় তার দেশপ্রেম নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি কিছু শ্রেণীর মানুষ তাকে দেশদ্রোহী বলে আখ্যায়িত করে। যদিও শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগের মতো সাবেক ক্রিকেটাররা তার পক্ষ হয়ে ব্যাট ধরেন।

এদিকে সব প্রশ্নের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন শামি। যেখানে তিনি বলেন, ‘সবাই জানেন, আমি যেটুকু খেলেছি যা করেছি সবই আমার দেশের জন্য করেছে আর আগামীতেও আমার দেশের জন্যই করতে থাকবো। আমাদের দেশ রক্ষা করার জন্য বর্ডারে যেমন সৈন্যরা জীবন দিতে দ্বিধাবোধ করে না ঠিক তেমনি পাকিস্তানের সাথে সমঝোতা করার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক সহজ ব্যাপার।’

তার এই ভিডিও বার্তা দেখতে না দেখতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। যদিও কিছু শ্রেণীর মানুষ মোহাম্মদ শামিকে দোষারোপ করলেও অধিকাংশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মোহাম্মদ শামির উপর ভরসা রেখেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ