ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

পাকিস্তান সিরিজে খেলতে পারবেন না সাইফউদ্দিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৯ ১৭:১৫:৪৭
পাকিস্তান সিরিজে খেলতে পারবেন না সাইফউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দিয়েছেন এই তথ্য। দেবাশীষ বলেছেন, ‘তার (সাইফউদ্দিন) চোট একটু গুরুতর। একমাস বিশ্রামের পর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’

বিশ্বকাপের পর তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। যে টেস্ট দুটি আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। যেহেতু চোট থেকে সেরে উঠতে মাসখানেক সময় লাগবে, স্বাভাবিকভাবেই পাকিস্তান সিরিজ মিস করবেন এই পেস বোলিং অলরাউন্ডার।

সাইফউদ্দিন এমনিতেই টেস্ট খেলেন না। তবে রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তিনি। ইনজুরির কারণে এবার অবশ্য সেই সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও সাইফউদ্দিনের সার্ভিস পাবে না বাংলাদেশ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ