ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

টি-২০ বিশ্বকাপের ফাইনালে যে দুই দলকে দেখতে চান স্টোকস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩০ ২২:৩৫:০২
টি-২০ বিশ্বকাপের ফাইনালে যে দুই দলকে দেখতে চান স্টোকস

তবে সম্প্রতি টুইটারে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্টোকস। নিজের ইংল্যান্ডের সাথে পাকিস্তানকে ফাইনালে দেখছেন তিনি। গত শুক্রবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে স্টোকস টুইট করেন, ‘ইংল্যান্ড বনাম পাকিস্তান ফাইনাল??’

চলমান টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে ইংল্যান্ড এবং পাকিস্তান দুই দলই। এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলে ২টিতেই জিতে গ্রুপ ১ এর শীর্শে অবস্থান করছে ইংল্যান্ড। অন্যদিকে ৩টি ম্যাচ খেলেছে পাকিস্তান, জিতেছে সবগুলোতেই। বিশেষ করে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তাদের জয়ই যেন পালটে দিয়েছে সকল হিসাবনিকাশ। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবারের মত ভারতের বিপক্ষে জয় পেলো পাকিস্তান।

পাকিস্তান এবং ইংল্যান্ড দুই দলের ফাইনালে মুখোমুখি হওয়ার ভালোই সম্ভাবনা আছে। যদি দুই দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যেতে পারে সেমিফাইনালে তখনই কেবল ফাইনালে মুখোমুখি হবে তারা। তবে যেকোনো একটি দলও যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে সেক্ষেত্রে ফাইনালের বদলে সেমিফাইনালেই মুখোমুখি হয়ে যাবে তারা।

বর্তমানে ক্রিকেট থেকে বিরতিতে থাকায় এবারের বিশ্বকাপে খেলছেন না স্টোকস। আসন্ন অ্যাশেজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখবেন এই ইংলিশ অলরাউন্ডার।

ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে বসেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১৭ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ