ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

টস শেষ ব্যাটিংয়ে আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩১ ১৫:৫৭:২৪
টস শেষ ব্যাটিংয়ে আফগানিস্তান

এর আগে, আফগানিস্তান দুই ম্যাচের একটিতে স্বটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের বিশাল জয় পায় আর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হারে ৫ উইকেটে। অন্যদিকে বিশ্বকাপে চমক দেখানো নামিবিয়ার আজকে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা ৪ উইকেটের জয় তুলে নেয় স্কটল্যান্ডের বিপক্ষে।

নামিবিয়া একাদশ

জেরহার্ড এরাসনাস (অধিনায়ক), জ্যান ফ্রাইলিংক, জেন গ্রিন (উইকেটকিপার), নিকল লফটি-ইটন, বার্নার্ড স্কল্টজ, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিংগেন, ডেভিড উইজ, ক্রেইগ উইলিয়ামস, পিক্কি ইয়া ফ্রান্স।

আফগানিস্তান একাদশ

মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, আসগর আফগান, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, হামিদ হাসান, নজিবুল্লাহ জাদরান, নবীন উল হক ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ