ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপের মাঝপথে আচমকা অবসরের ঘোষণা দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩১ ১৭:৩৯:৪৯
বিশ্বকাপের মাঝপথে আচমকা অবসরের ঘোষণা দিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার

শনিবার (৩০ অক্টোবর) রাতে সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা দেন আসগর। ৩৩ বছর বয়সী সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের মাঝপথে কেন হুট করে অবসর নিচ্ছেন তা জানাননি। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার এই সিদ্ধান্তকে স্বাগত ও সম্মান জানিয়েছে।

এসিবি এক বিবৃতিতে জানায়, ‘এসিবি আসগরের সিদ্ধান্তকে সম্মান ও স্বাগত জানাচ্ছে। দেশের হয়ে তার অবদানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে। তার অভাব পূরণ করতে তরুণ আফগান ক্রিকেটারদের অনেক কষ্ট করতে হবে।’

অবসরের ঘোষণার আগ পর্যন্ত আফগানিস্তানের হয়ে ছয়টি টেস্ট, ১১৪টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নামিবিয়ার বিপক্ষে খেলছেন ৭৬তম ম্যাচ, যা দিয়ে ইতি টানবেন আন্তর্জাতিক ক্যারিয়ারের।

আসগরের অবসরের পর চলমান আসরের সুপার টুয়েলভে আরও দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান। তার বদলি হিসেবে স্কোয়াডে কাউকে অন্তর্ভুক্ত করা হবে কি না তা এখনও খোলাসা করেনি বোর্ড

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ