ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বিশ্বকাপে খেলতে চান সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০১ ১২:৪৪:৫৭
বিশ্বকাপে খেলতে চান সাব্বির

জাতীয় দলে না থাকায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলতে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে হাতের ইনজুরিতে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে খেলতে পারবেন না সাব্বির। তবে আগামী এক বছরে ঘরোয়াতে যতগুলো খেলা আছে সেখানে ভালো করেই জাতীয় দলে ফেরার স্বপ্ন বুনছেন তিনি।

এক সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু খেলতে পারিনি অবশ্যই পরের বছর যে বিশ্বকাপটা আছে সেটা আমার লক্ষ্য থাকবে। এর মাঝে ঘরোয়া খেলা থাকবে। সেখানে যদি ভালো করতে পারি, নিজেকে যদি মেলে ধরতে পারি অবশ্যই আমার জন্য সুযোগ থাকবে।’

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আইসিসির পাঁচটি ইভেন্ট খেলেছেন সাব্বির। যেখানে যুব বিশ্বকাপের সঙ্গে খেলেছেন ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। এবারের বিশ্বকাপে খেলতে না পারায় আক্ষেপ থাকলেও সেটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি।

সাব্বির বলেন, ‘আমার জীবনে পাঁচটি বড় ইভেন্ট খেলে ফেলেছি। যুব বিশ্বকাপ, ২০১৫, ২০১৬ (টি-টোয়েন্টি), ২০১৯ বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি খেলেছি। সুতরাং এই বিশ্বকাপটা খুব মিস করছি। এটাতে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) যদি থাকতে পারতাম খুব ভালো লাগতো।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য বড় একটা অর্জন হতো এবং দেশকে প্রতিনিধিত্ব করতে পারতাম। অবশ্যই খারাপ লাগছে কিন্তু পেশাদার দিক থেকে যদি চিন্তা করি তাহলে এটা আমার জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ। এটাতে খেলতে পারিনি তবে পরের বিশ্বকাপে যেন খেলতে পারি সেটাই আমার জন্য মূল চ্যালেঞ্জ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ