ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

এক পরিবর্তন নিয়ে আজ আফ্রিকার বিপক্ষে জয়ের আশায় শক্তিশালি দল ঘোষণা করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০২ ১০:০০:৩৬
এক পরিবর্তন নিয়ে আজ আফ্রিকার বিপক্ষে জয়ের আশায় শক্তিশালি দল ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ দলে ইনজুরির জন্য ছিটকে গেছে সাইফ উদ্দিন অনেক আগেই, এদিকে গতকাল ইনজুরির জন্য হোটেল ছাড়বেন সাকিব। দুইজন খেলোয়ার ইনজুরিতে পরলেও বাংলাদেশ দলে খেলোয়ারের শংকট নেই বলেই মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

বরং তিনি মনে করেন দলে অতিরিক্ত খেলোয়ার আছে। এই নিয়ে তিনি বলেন ‘আমি যেমনটি আগে বলেছি ঘটনা ঘটার পর যেকোন কিছু ভালোভাবে দেখা যায়। আমরা এখানে দুই বাড়তি ব্যাটসম্যান ও দুই বাড়তি ফাস্ট বোলার নিয়ে এসেছি। আমাদের বাড়তি অফ স্পিনার ছিল, দুজন উইকেটরক্ষকও ছিল’।

আজকের ম্যাচে ইনজুরির জন্য সোহানের পাশাপাশি থাকছে না সাকিব আল হাসানও। তাই তাদের বদলে দুইজন খেলোয়ারের দলে থাকার নিশ্চয়তা দিলেন তিনি। ‘আমি এখনো মনে করি শেষ দুই ম্যাচের জন্য আমাদের ভান্ডারে পর্যাপ্ত খেলোয়াড় আছে। আজকের ম্যাচের জন্য সোহান ফিট হবে না। আমাদের সাথে ব্যাক আপ ব্যাটসম্যান হিসাবে শামীম হোসেন ও সৌম্য সরকার আছেন।’

বাংলাদেশ দলে ব্যাকআপ খেলোয়ারের প্রয়োজনীয়তা দেখেন না রাসেল ডমিঙ্গো। আজ তাই নিশ্চিত করেছে সৌম্য ও শামীমের থাকা।

‘আজকের প্লেইং ইলেভেনে এই দুইজন অবশ্যই থাকবেন। সুতরাং আমি মনে করি না আমাদের আরও ব্যাক আপ প্লেয়ার আনার দরকার ছিল। আমাদের সবরকম ক্রিকেটার আছে যাদের দিয়ে শেষ দুই ম্যাচ আমরা খেলতে পারব।

দক্ষিন আফ্রিকার বিপক্ষে যেমন হবে বাংলাদেশের একাদশ –

লিটন দাস (উইকেট কিপার), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, নাসুম আহমেদ/শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ