ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সবাইকে চমকে দিয়ে তাসকিনকে নিয়ে যা বললেন জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ১০:২৬:৩৩
সবাইকে চমকে দিয়ে তাসকিনকে নিয়ে যা বললেন জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স

বিশ্বকাপে গতির পাশাপাশি বোলিংয়ে বৈচিত্র্য এনেছেন বলে মনে করেন উইলকিন্স। সেই সাথে তাসকিনের বলের গতির প্রশংসা করেন তিনি। তাসকিন সম্পর্কে উইলকিন্সের বলেন,

“তাসকিনে বলে গতি রয়েছে। সে ফিটনেস নিয়েও কাজ করেছে। আপনি যদি তার বডির ওপরের দিকে তাকান দেখবেন সে শক্তিশালী এবং পা দুটোতেও বেশ শক্তি রয়েছে। সুতরাং, সে গতি নিয়ে কাজ করেছে। সে প্রতিনিয়ত ১৪০-১৪২ কিমি গতিতে বল করতে পারে পাশাপাশি এখনও জোরে বল করা শিখছে।”

তিনি আরও যোগ করেন, “ওমানে (প্রথম পর্বে) তাকে খুব কাছ থেকে দেখেছি। সে স্লোয়ারটাও রপ্ত করতে পেরেছে এবং ইনসুইং করাতে পারেন। যে কারণে আমার কাছে মনে হয় সে খুবই চিন্তাশীল বোলার।”

এবারের বিশ্বকাপে বল হাতে এখনও জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলে তাকে মূল বোলার ভাবা হলেও তার কাজটা ঠিকঠাক করতে পারেননি তিনি। তবে এদিক দিয়ে সফল তাসকিন। বল হাতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। উইলকিন্সের ধারণা ভবিষ্যতেও বল হাতে নেতৃত্বের ভার উঠবে তার কাঁধেই।

“সে (তাসকিন) টপ অর্ডার ব্যাটারদের জন্য বিপজ্জনক হতে পারে ও তার বোলিংয়ের পেসেও পরিবর্তন আনতে পারে। আমার মনে হয় সে খুবই ভালো লিডিং বোলার হয়ে উঠেছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ