ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মার্টিন গাপটিলের চার-ছক্কায় স্কটল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ১৭:৪৮:১০
মার্টিন গাপটিলের চার-ছক্কায় স্কটল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েৎজার। বল হাতে স্কটিশদের শুরুটা হয় দারুণ। ৫২ রানের মাঝে তিন কিউই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় তারা। ড্যারেল মিচেল ১৩ ও ডেভন কনওয়ে ১ রান করলেও রানের খাতা খুলতে পারেননি কেন উইলিয়ামসন।

আইসিসির সবধরনের প্রতিযোগিতা (ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন্স ট্রফি) মিলিয়ে এবারই প্রথম শূন্য রানে আউট তথা ডাকের স্বাদ পেলেন উইলিয়ামসন। তবে এরপর আর নিউজিল্যান্ডকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ২২ গজে ঝড় তোলেন গাপটিল। সেঞ্চুরির খুব কাছেই পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু ৯৩ রানেই এই ব্যাটারকে থামিয়ে দেন ব্র্যাড হুইল। এর আগের বলে একই বোলারের বলে আউট হন ৩৩ রান করা গ্লেন ফিলিপস। মাঝে ১০৫ রানের জুটি গড়েন এই দুজন।

শেষ দিকে জিমি নিশামের ১০ ও মিচেল স্যান্টনারের ২ রানের অপরাজিত ইনিংসে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। স্কটল্যান্ডের হয়ে সুটি করে উইকেট নেন ব্র্যাড হুইল ও সাফইয়ান শরিফ। এছাড়া এক উইকেট শিকার করেন মার্ক ওয়াট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ