ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমাদের চিন্তা করা দরকার: হেরাথ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ১৮:৪৪:২৮
বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমাদের চিন্তা করা দরকার: হেরাথ

বিশ্বকাপে বাজে সময় যাচ্ছে বাংলাদেশ দলের, এই ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। মূল পর্বে এখনো একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শুধু চলতি বিশ্বকাপেই না, সেই প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর কখনোই মূল পর্বে জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

তবুও ক্রিকেটারদের প্রতি আস্থার কথা জানান হেরাথ, “এই বিশ্বকাপে আমরা খুব ভালো সময় যাচ্ছে না। এটি তো খেলারই অংশ। আমরা কীভাবে ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সে উন্নতি করতে পারি সেটির দিকেই নজর দিতে হবে। এটি কোচদের জন্য চ্যালেঞ্জ, তবে ছেলেদের আরও পারফর্ম করার সামর্থ্য আছে। আমাদের আরও একটি ম্যাচ বাকি, আমি নিশ্চিত যে ছেলেরা নিজেদের সেরা উজাড় করে দিবে।”

বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আছে টাইগারদের। তারপরে আছে নিউজিল্যান্ড সফর। এই দুই সিরিজের আগেই জয়ের ধারায় ফেরার জন্য কাজ করতে চান কোচ।

হেরাথের ভাষায়, “সামনে পাকিস্তান সিরিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের জয়ের ধারায় ফিরতে হবে এবং জয় তুলে নেওয়ার জন্য আত্মবিশ্বাসী হতে হবে। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য আমাদের চিন্তা করা দরকার।”

দলের উন্নতি সাধন করানোকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন টাইগার কোচরা, “আমাদের দেখতে হবে, বাংলাদেশ সুপার টুয়েলভে কোয়ালিফাই করেছে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেও দুর্ভাগ্যবশত ম্যাচ হেরেছি। আমার মনে হয়, আমাদের তিন বিভাগেই উন্নতি করতে হবে। কোচিং ইউনিটের আমরা এই চ্যালেঞ্জের দিকে নজর দিচ্ছি।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ