ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের খেলা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৭ ১৯:০৯:২৪
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের খেলা

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বাকি ছিল আরো ১১ বল।

পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টু থেকে দ্বিতীয় দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে ভারত যে ব্যবধানেই জিতুক, তারা আর সেমিতে উঠতে পারবে না।

নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। দলীয় ২৬ ও ব্যক্তিগত ১৭ রানে ফেরেন মিচেল। গাপটিলও এদিন ২৮ রানের বেশি করতে পারেননি।

ডেভন কনওয়েকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৬ ও ৪০ রানে। আফগানদের হয়ে উইকেট দুটি নেন রশিদ খান ও মুজিব উর রহমান।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আফগানরা। হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ ও রহমানুল্লাহ গুরবাজ ফেরেন যথাক্রমে ২,৪ ও ৬ রান।

শুরুতে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। ১৫ রানে গুলবাদিন ফেরার ফেরার পর আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন নাজিব। তার সঙ্গে যোগ দেন নবী।

পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন নাজিব ও নবী। তবে ব্যক্তিগত ১৪ রানে নবী আউট হওয়ার পর আবারো ব্যাটিং ধসে পড়ে আফগানরা। দলের হয়ে একাই লড়াই করেন নাজিব। আউট হওয়ার আগে তিনি খেলেন ৪৮ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে একাই তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া টিম সাউদি দুটি এবং অ্যাডাম মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ