ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ২০ দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১১ ১৫:৩৬:২৫
২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ২০ দল

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই টিকিট নিশ্চিত করেছে ২০টি দল। এর মধ্যে আফ্রিকা মহাদেশ থেকে সর্বশেষ সংযোজন হিসেবে যোগ দিয়েছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া এবং মোহামেদ সালাহর নেতৃত্বাধীন মিসর।

আলজেরিয়ার ১২ বছর পর প্রত্যাবর্তন:

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে আলজেরিয়া দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে 'জি' গ্রুপের শীর্ষস্থান দখল করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে দেশটি। আলজেরিয়া সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে অংশ নিয়েছিল। এর আগে তারা ১৯৮২, ১৯৮৬ এবং ২০১০ বিশ্বকাপেও খেলার অভিজ্ঞতা লাভ করেছিল। আলজেরিয়ার এই প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

মিসরের স্বপ্নপূরণে সালাহর ঝলক:

বুধবার (৮ অক্টোবর) কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে পরাজিত করে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে মিসর। ফারাওদের অধিনায়ক মোহামেদ সালাহ এই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মিসর আফ্রিকার প্রথম দল হিসেবে মূলপর্ব নিশ্চিত করে। ১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে খেলা মিসর এর আগে ১৯৯০ ও ২০১৮ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। বাছাইপর্বে মিসরের করা ১৯ গোলের মধ্যে একাই ৯টি গোল করে দলের বিশ্বকাপ যাত্রায় নেতৃত্ব দিয়েছেন সালাহ।

৪৮ দলের বিশ্বকাপ ও বাছাইপর্বের নতুন রূপরেখা:

আগামী বিশ্বকাপ হবে রেকর্ড ৪৮ দলের টুর্নামেন্ট, যা ফুটবলের ইতিহাসে প্রথম। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বাগতিক কোটায় স্বয়ংক্রিয়ভাবে মূলপর্বে স্থান করে নিয়েছে। বাকি ৪৩টি দল কঠোর বাছাইপর্বের মধ্য দিয়ে আসবে এবং ছয় দলের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে আরও দুটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত আফ্রিকা মহাদেশ থেকে মোট চারটি দেশ (মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া) ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

টিকিট নিশ্চিত করা দলগুলো এক নজরে:

বর্তমানে যে ২০টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, তার মধ্যে স্বাগতিক দেশগুলো (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ছাড়াও রয়েছে:

কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান।

ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড।

আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া।

উল্লেখ্য, উয়েফা (ইউরোপ) অঞ্চলের বাছাইপর্ব বর্তমানে চলমান। সেখান থেকে সরাসরি ১৬টি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র, যেখানে দলগুলো তাদের প্রতিপক্ষ সম্পর্কে জানতে পারবে।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ