ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

টিকিট পাচ্ছে না ভক্ত সমর্থকরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ১৮ ২৩:১১:০৬
টিকিট পাচ্ছে না ভক্ত সমর্থকরা

শেরে বাংলার গ্র্যান্ডস্ট্যান্ডের প্রবেশ মূল্য ধরা হলো ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা। এছাড়া শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা করে। নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা।

খবর নিয়ে জানা গেছে, আজ দর্শকদের জন্য যে সব টিকিট ছাড়া হয়েছে, তার সবই বিক্রি হয়ে গেছে।

এক বছরের বেশি সময় পর মাঠে খেলা দেখার সুযোগ, তাও বিশ্বকাপে দুর্দান্ত খেলা পাকিস্তানের বিপক্ষে। খুব স্বাভাবিকভাবেই দর্শক, ভক্ত-সমর্থক সবারই উৎসাহ-আগ্রহ আর উদ্দীপনা প্রচুর।

এ বাড়তি উৎসাহের কারণেই অনেকে আজ ছুটে গেছেন মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে। একটি টিকিটের আশায় আগেরদিন রাত থেকেই লাইনে দাঁড়িয়েছে ভক্ত-সমর্থকরা।

বিসিবি থেকে জানা গেছে, আজই সব টিকিট বিক্রি হয়ে গেছে। ইনডোর স্টেডিয়ামের ওই টিকিট কাউন্টারে তো নেই‘ই, এমনকি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের কারো কাছেও সৌজন্য টিকিট পাওয়া যাচ্ছে না। ১৯ নভেম্বর বাংলাদেশ আর পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের টিকিট এখন ‘সোনার হরিণ’ হয়ে গেছে।

তবে এর বিপরীত খবরও পাওয়া যাচ্ছে। শেরে বাংলার বাইরে আজ রাত থেকেই টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে। প্রতিটি টিকিটই দ্বিগুণ-তিনগুণ মূল্যে কালোবাজারে বেচা-কেনা হচ্ছে। ৩০০ টাকা মূল্যের শহীদ জুয়েল আর শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল চাওয়া হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত।

১০০ টাকার গ্যালারি ২০০ থেকে ৫০০ টাকা এবং নর্দার্ন ও সাউদার্ন গ্যালারির ১৫০ টাকার টিকিট ৩০০ থেকে ৫০০ টাকা করে দেদারসে বিক্রি হচ্ছে হোম অব ক্রিকেটের বাইরে ও তার আশপাশে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ