ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আইসিসি থেকে শাস্তি পেল হাসান আলী ও বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২০ ১৪:০৯:৪৬
আইসিসি থেকে শাস্তি পেল হাসান আলী ও বাংলাদেশ

শুধু হেরেই শেষ হয়নি বাংলাদেশের দুর্দশা। এই ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। আর ম্যাচসেরা হলেও বাজে আচরণের কারণে ভর্ৎসনা করা হয়েছে পাকিস্তানি পেসার হাসান আলিকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

পাকিস্তানি পেসারের ঘটনা ম্যাচের প্রথম ইনিংসের ১৭তম ওভারের। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে আউট করার পর 'সেন্ড অফ' দিয়েছিলেন হাসান আলি। যা আবার আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১'র অপরাধ।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব দেখানো যাবে না। এই অপরাধের কারণে হাসানকে তিরস্কার করেছে আইসিসি এবং দিয়েছে একটি ডিমেরিট। গত ২৪ মাসের মধ্যে এটিই হাসানের প্রথম ডিমেরিট।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে বাংলাদেশ দল। যে কারণে অধিনায়কসহ দলের সকল খেলোয়াড়কে তাদের ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। হাসান আলি ও বাংলাদেশ দল- দুই পক্ষই নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ