ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

২০ সদস্যের শক্তিশালী টেস্ট দল নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ২১ ১৫:১৩:৪৫
২০ সদস্যের শক্তিশালী টেস্ট দল নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান টেস্ট ক্রিকেট দল

গত ১৫ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের কয়েকজন সদস্য টি-টোয়েন্টি সিরিজের দলে থাকায় আগেই বাংলাদেশে পাড়ি জমিয়েছেন।

এবার বাকি সদস্যরা বাংলাদেশের উদ্দেশে পাকিস্তান ছেড়েছেন। আজ বিকাল ৪:৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে পাকিস্তান দল।

বাংলাদেশে পা রেখেই করোনা পরীক্ষা করানো হবে পাকিস্তান থেকে আসা ক্রিকেটার ও স্টাফদের। পরবর্তীতে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে পারবেন আজহার আলী ও ইমাম-উল-হকরা।

পাকিস্তানের টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ