দুই নয় চার পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ ঘোষণা

সে বহরের সাথে কাল ২২ নভেম্বরই প্র্যাকটিস করবেন সবে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া সাইফ। তার জায়গায় ওপেনার হিসেবে টি-টোয়েন্টি দলে শেষ মুহূর্তের সংযোজন, বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমন।
এছাড়া মোস্তাফিজের বদলে দলে এসেছেন কামরুল ইসলাম রাব্বিও। তার মানে প্রথম দুই ম্যাচে ১৬ জনের মধ্যে সাইফ আর মোস্তাফিজ নেই। তাদের বদলে যুক্ত হয়েছেন পারভেজ ইমন আর পেসার কামরুল ইসলাম রাব্বি।
ওদিকে আগে থেকেই অভিষেকের প্রহর গুনছেন ইয়াসির আলী রাব্বি এবং পেসার শহিদুল ইসলাম। এই চারজনের কাউকে কী কাল সোমবার শেষ ম্যাচের একাদশে দেখা যাবে?
সিরিজ হাতছাড়া করা বাংলাদেশ ২২ নভেম্বর শেষ ম্যাচে কেমন দল সাজাবে, সম্ভাব্য একাদশ কী হবে- সেটাই দেখার। দল নিয়ে টিম ম্যানেজমেন্ট কোন আগাম মন্তব্য করেনি।
বাংলাদেশ আর পাকিস্তান কোন দলেরই অনুশীলন ছিল না আজ। বাবর আজমের দলের সাথে শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর সম্ভাব্য একাদশের গঠন শৈলি কেমন হবে?
কেউ কোন ধারণাও দেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য পরিবর্তন দুটি। সাইফের বদলে দলে আসা ওপেনার পারভেজ ইমনের অভিষেক ঘটতে যাচ্ছে প্রায় অনিবার্য্যভাবেই। এছাড়া পেসার শহিদুলকেও লাল সবুজ জার্সি পরে নামতে দেখা যেতে পারে।
টিম ম্যানেজমেন্টের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সোমবারের ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। অপর পেসার শরিফুলেরও হ্যামস্ট্রিংয়ে একটু টান আছে। তাকেও কাল বিশ্রাম দেয়া হতে পারে। ক’দিন পরই টেস্ট সিরিজ। তার আগে তাসকিন, মোস্তাফিজ আর শরিফুলকে বিশ্রামে রাখার চিন্তা আছে টিম ম্যানেজেমেন্টর।
তবে এই তিনজনের মধ্যে তাসকিনকে খেলানো ছাড়া আসলে কোন উপায়ও নেই। কারণ মোস্তাফিজ আর শরিফুল দুজনেরই হালকা ইনজুরি আছে। তবে কী তাদের পরিবর্তে দলে থাকা শহিদুল আর শেষ মুহূর্তের সংযোজন কামরুল ইসলাম রাব্বি- দু’জনই অন্তর্ভুক্ত হবেন?
সে সম্ভাবনা কম। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘শেষ ম্যাচে তিন পেসার ফর্মুলা থেকে সরে আসতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে তাসকিনের সাথে দ্বিতীয় পেসার হিসেবে কামরুল ইসলাম রাব্বি নন, শহিদুলকে খেলানোর কথাই ভাবা হচ্ছে বেশি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামীকাল তরুন পেসার শহিদুলের আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা খুবই বেশি।
পাশাপাশি একদমই না খেলা ইয়াসির আলী রাব্বির অভিষেক হয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকেও ‘ট্রাই’ করে দেখা হতে পারে।
তার মানে কাল সোমবারের একাদশে দুই থেকে চারটি পরিবর্তন ঘটতে পারে। সে ক্ষেত্রে সম্ভাব্য একাদশ হতে পারে এমন-
নাইম শেখের সাথে পারভেজ ইমন ওপেনিং। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত, চার নম্বরে আফিফ হোসেন ধ্রুব, অধিনায়ক মাহমুদউল্লাহ পাঁচ নম্বরে। ছয়ে ইয়াসির আলী রাব্বি, সাত নম্বরে নুরুল হাসান সোহান, আটে শেখ মেহেদি, নয় নম্বরে আমিনুল ইসলাম বিপ্লব কিংবা নাসুম আহমেদের একজন। আর দশ ও এগারো‘তে তাসকিন এবং শহিদুল।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল