ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

শরিফুল-মিরাজদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ম্যাকমিলান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০২ ১৮:৫৭:০৭
শরিফুল-মিরাজদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ম্যাকমিলান

৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল কিউইরা। প্রথম দিন টম লাথাম এবং রস টেলরকে ফেরানো শরিফুল দ্বিতীয় দিনের শুরুতেই কিউই শিবিরে আঘাত হানেন। তিনি ৪ রান করা রাচিন রবীন্দ্রকে ফেরান সাদমানের ক্যাচ বানিয়ে।

রবীন্দ্র ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি কাইল জেমিসন। মিরাজের বলে তুলে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন সাদমানের হাতে। এরপর নিজের ৩১তম ওভার করতে এসে জোড়া উইকেট তুলে নিয়েছেন মিরাজ। ৬ রানে টিম সাউদিকে মিড উইকেটে মুমিনুল হকের ক্যাচ বানানোর পর নেইল ওয়েগনারকে শূন্য রানে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি।

তাতে করে দ্বিতীয় দিন মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ৩২৮ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের অল আউটে বড় ভূমিকা শরিফুল এবং মিরাজের। তারা দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদেরকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যাকমিলান।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের সাবেক এই কোচ বলেন, ‘ভালো দিন, খুবই ভালো দিন গেল বাংলাদেশের। ওরা যেভাবে দিনটা শুরু করেছে, সেখান থেকে চিন্তা করে দেখুন। নিউজিল্যান্ডকে এত দ্রুত অলআউট করে তারা তাদের বোলিং সামর্থ্য দেখিয়েছে। নিউজিল্যান্ডের আরও ৫০-৭০ রান করা দরকার ছিল। সেদিক থেকে দিনটা খুব ভালো শুরু হয়েছে।’

বোলারদের ছাড়াও হাফ সেঞ্চুরি তুলে নেয়া দুই ব্যাটারের প্রশংসা করেছেন তিনি। তাদের দুজনের কারণে বাংলাদেশ চালকের আসনে রয়েছেন বলেন মনে করেন তিনি। ম্যাকমিলান বলেন, ‘এরপর বাকি দিন দাপটটা ওদের ব্যাটসম্যানদের। ওদের ব্যাটসম্যানদের বিদায় করতে নিউজিল্যান্ড সব চেষ্টাই করেছে। কিন্তু জয় ও শান্ত সফরকারীদের চালকের আসনে বসিয়ে রেখেছে।’

নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই বিবর্ণ বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই আধিপত্য বিস্তার করতে পারে না টাইগাররা। যদিও এবারের টেস্টের প্রথম দুদিনে দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। প্রথম দিন ভাগাভাগি করে নিলেও দ্বিতীয় দিনের পুরোটাই নিজেদের করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এটি বাংলাদেশের অন্যতম সেরা দিন ভালো বলে জানিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।

দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘নিউজিল্যান্ডের বোলাররাও বাংলাদেশ দলের টপ অর্ডারের ওপর দাপট দেখাতে পারেনি। আমার মনে হয় বাংলাদেশের জন্য আজকের দিনটা নিউজিল্যান্ডের মাটিতে অন্যতম সেরা দিন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ