ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

নির্বাচক প্যানেল নিয়ে অবিশ্বাস্য কথা বললেন মোহাম্মদ আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০২ ২২:০৫:৫৭
নির্বাচক প্যানেল নিয়ে অবিশ্বাস্য কথা বললেন মোহাম্মদ আশরাফুল

মূলত সে সময়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদের পদত্যাগের পর বাংলাদেশ দলের দায়িত্ব পান এই দুই সাবেক অধিনায়ক। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন তারা। তবে তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০২১ সালের ৩১ শে ডিসেম্বর। তবে এখনো বাংলাদেশ দলের নির্বাচক হিসাবে কারোর নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে গুঞ্জন উঠেছে নির্বাচকের দায়িত্ব থেকে বিসিবির অন্য কোন দায়িত্বে সরিয়ে দেয়া হতে পারে মিনহাজুল আবেদীন নান্নুকে। আর সেটি চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি জানিয়েছেন ৩-৪ বছর পর পর নির্বাচক প্যানেল পরিবর্তন আনলে বাংলাদেশ দলের সফলতা বাড়বে।

দীর্ঘ মেয়াদের নির্বাচকে যদি সুফল না আসে তাহলে কেমন হওয়া উচিত বিসিবির নির্বাচক প্যানেল, সে প্রসঙ্গে আশরাফুল বলেন, “নির্বাচক প্যানেলের মেয়াদ ৩-৪ বছর হওয়া উচিত। এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপ পর্যন্ত যদি হয় প্যানেলের মেয়াদ তবে ভিন্ন চিন্তা ও ভিন্ন ধারণা আসার সুযোগ পাবে”।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ