ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

লিটন দাসকে অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে তুলনা করলেন হার্শা ভোগলে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৩ ১৩:০৫:৫৩
লিটন দাসকে অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে তুলনা করলেন হার্শা ভোগলে

এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দায়িত্ব নিয়ে খেলেছেন লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন দাস। অধিনায়ক মমিনুল হককে সাথে নিয়ে এশিয়ার বাইরে প্রথমবারের মতো কোনো দলকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিড দিয়েছে বাংলাদেশ।

কাগজে-কলমে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের থেকে অনেক অনেক এগিয়ে নিউজিল্যান্ড। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়ন তারা। বর্তমানে নিউজিল্যান্ড দলে রয়েছেন বেশ কয়েকজন বিধ্বংসী ফাস্ট বোলার। আর তাদেরকে ভালোভাবেই সামলেছেন লিটন দাস।

অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও লিটনের ব্যাটিংয়ের দারুন প্রশংসা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সেই সাথে লিটন দাসকে অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে তুলনা করেছেন তিনি। টুইটারে লিটন দাসকে নিয়ে তিনি বলেন, “লিটন দাসের মাঝে ফ্লাওয়ারের শুরুর দিকের ছায়া দেখে খুবই ভালো লাগছে”।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ