ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আবারও মিঠুনের সেঞ্চুরি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৩ ১৮:৪৪:৫৪
আবারও মিঠুনের সেঞ্চুরি

প্রথমে ব্যাট করতে নামা বিসিবি দক্ষিণাঞ্চল ৩৮৭ রানে অলআউট হলে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। তবে ওপেনার মোহাম্মদ মিঠুনকে এক প্রান্তে রেখে অপর প্রান্ত থেকে একে একে সাজঘরে ফেরেন আব্দুল মজিদ, সৌম্য সরকার, সালমান হোসেন ইমন ও তাইবুর রহমান।

তাদের মধ্যে সৌম্য ৩, তাইবুর ৪ ও সালমান ১ রান করেন; মজিদ কোনো রানই করতে পারেননি। মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন ভয়ানক বিপর্যয়ে, তখন হাল ধরেন মিঠুন।

অবশ্য মিঠুনের সাথে কৃতিত্বের দাবীদার অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। ফর্মে থাকা এই অলরাউন্ডার আছেন শতকের পথে। দ্বিতীয় দিনের খেলা শেষ করার আগে মধ্যাঞ্চল আর কোনো উইকেট হারায়নি।

১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত আছেন মিঠুন ও শুভাগত। শতক পূর্ণ করা মিঠুন ১৫৫ বলের মোকাবেলায় করেছেন ১০২ রান, যে ইনিংসে হাঁকিয়েছেন ১৬টি চার ও ১টি ছক্কা। ৭টি চারের মাধ্যমে শুভাগত ৬৭ রান করেছেন ১৩৫ বলের মোকাবেলায়।

দক্ষিণাঞ্চলের অধিনায়ক ফরহাদ রেজা একাই শিকার করেছেন মধ্যাঞ্চলের চারটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস : ওয়ালটন মধ্যাঞ্চল

বিসিবি দক্ষিণাঞ্চল : ৩৮৭/১০ (১১১.৩ ওভার)জাকির ১০৭*, বিজয় ৭৬, ফরহাদ রেজা ৭১, পিনাক ৬৫মুরাদ ১০১/৫, শুভাগত ৫১/৩, রনি ৭৬/২

ওয়ালটন মধ্যাঞ্চল : ১৮৪/৪ (৫৩ ওভার)মিঠুন ১০২*, শুভাগত ৬৭*ফরহাদ রেজা ৩১/৪

মধ্যাঞ্চল ২০৩ রানে পিছিয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ