ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আইপিএল নিলামে দল পেয়েই সবাইকে অবাক করা ভিডিও পেস্ট করলেন প্যাট কামিন্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১২ ১৫:৫০:০০
আইপিএল নিলামে দল পেয়েই সবাইকে অবাক করা ভিডিও পেস্ট করলেন প্যাট কামিন্স

নিলামে অংশ নেওয়া প্রথম বিদেশি ক্রিকেটার হলেন কামিন্স। কলকাতা শুরু থেকেই বিডিং শুরু করেছিল। তিনি গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টসের পছন্দের তালিকায় ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আর দৌড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৮ কোটি ২৫ লাখ টাকায় কামিন্সকে কিনে নেয় কলকাতা।

এই ঘটনার পরেই কেকেআর-এর টুইটার পেজে কামিন্সের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, ‘আরও এক বার কলকাতায় ফিরে খুব ভাল লাগছে। বেঙ্কি (মাইসোর), শাহরুখ (খান) ও ম্যানেজমেন্টের সবাইকে অনেক ধন্যবাদ আমার উপর ভরসা রাখার জন্য। নাইটদের গ্রহে ফিরেছি। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আর তর সইছে না।’’

২০২০ সালে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনেছিল কলকাতা। তার পর থেকে সেখানেই খেলেছেন তিনি। আইপিএল-এ ৩৭ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। গত মরসুমে ১৪ ম্যাচে ১২ উইকেট নেন কামিন্স। ওভার পিছু রান দেন ৭.৮৬। ব্যাট হাতেও ১৪৬ রান করেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ