ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: ভারতীয় ২ ক্রিকেটারকে আহত করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৭ ২১:২০:১০
ব্রেকিং নিউজ: ভারতীয় ২ ক্রিকেটারকে আহত করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিক ভারত। এদিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ দিকে স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডিং করছিলেন দিপক চাহার। দলের রান বাড়াতে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে ছিলেন ক্যারিবীয় অধিনায়ক কায়রন পোলার্ড।

তখনই তার একটি জোরালো শট আটকাতে গিয়ে ডান হাতে চোট পান চাহার। সঙ্গে সঙ্গে তাকে সাজঘরে ফেরত পাঠানো হয়। নিজের চার ওভার বোলিং সম্পূর্ণ করতে পারেননি তিনি। শেষ ওভারে বল করতে হয় হর্ষল পটেলকে। সম্প্রতি আইপিএল নিলামে ঝড় তোলা চাহার তিন ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন।

ম্যাচের ১৭তম ওভারে বল করতে এসে পোলার্ডের শট আটকাতে গিয়ে চোট পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তার ডান হাতে আঘাত লেগেছে। দুই ক্রিকেটারেরই স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে, তারা টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন কিনা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ