ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

একই বোলারের বলে তিনবার আউট, যা ভাবছেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ২৮ ২৩:১৪:০৯
একই বোলারের বলে তিনবার আউট, যা ভাবছেন তামিম

তবে রানের চেয়েও তামিমের ব্যাটিংয়ের হতাশাজনক জায়গা ছিল একইভাবে তিন ম্যাচে আউট হওয়া। প্রথম দুই ম্যাচে ফজল হক ফারুকির ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। আজ প্রায় একই লেন্থের ডেলিভারিতে হয়েছেন বোল্ড। এই প্রথম কোনো সিরিজের সব ম্যাচে একই বোলারের বলে আউট হলেন তিনি।

সোমবার সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, একই বোলারের বলে বারবার আউট হওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। পুরো সিরিজে রান না পাওয়ায় হতাশ টাইগার অধিনায়ক। তবে কোনো বোলারের কাছে পরাস্ত হওয়ার বিষয়টি মেনে নিতে লজ্জার কিছু নেই বলে মনে করেন টাইগার অধিনায়ক।

তামিম বলেছেন, ‘আমার এত বড় ক্যারিয়ারে খুব কম সময়ই এমন দেখা গেছে যে, গোটা সিরিজে রান করতে পারিনি। আগে হয়তো দু-একবার হয়েছে এমন। হ্যাঁ! আমি হতাশ। বিশেষ করে আমার কাছে মনে হয়, এক বোলারের বলেই বারবার আউট হওয়া… এটা মেনে নেওয়ায় লজ্জার কিছু নেই যে সে আমাকে হারিয়ে দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘একই ধরনের ডেলিভারিতে তিনবার আউট হয়েছি বলেই যে কাজ করতে হবে, এমন নয়। কারণ ঐ জায়গায় আমি অনেক রান করেছি। হয়তো আমাকে আরেকটু ভালো করতে হবে। একটু ভালো হতে হবে। এটা নিয়ে আমি কাজ করে যাবো। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমি সবসময় বলে এসেছি, কাজ করে যেতে হবে।’

দলে অবদান রাখতে না পারায় হতাশার মাত্রাটা বেশি জানিয়ে তামিম বলেন, ‘আউট হওয়ার ধরনের চেয়ে আমি বেশি হতাশ যে দলে অবদান রাখতে পারিনি। আউট নিয়ে দুর্ভাবনা বেশি নেই কারণ এই জায়গাটায় আমি আগেও আউট হয়েছি, অনেক রানও করেছি। তবে গোটা সিরিজে রান না করা ও তিনবার আউট হওয়া হতাশাজনক।’

‘কারণ নিজের ব্যাটিংয়ে আমি অনেক গর্ব খুঁজে নেই এবং নিজের কাছে নিজের ব্যাটিংয়ের মানদণ্ড অনেক উঁচুতে। তো হতাশাজনক। তবে এটাই ক্রিকেট। এটা নিয়েই এগোতে হবে। এখানেই দুনিয়ার শেষ নয়। কখনও সময় আসে, যখন রান করা হয়ে ওঠে না। আবার সময় আসে, যখন রানের জোয়ার বয়ে যায়। আমার সময় এলে, নিশ্চিত করব যেন অনেক রান করতে পারি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ