ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আজকের ম্যাচের জন্য চেন্নাই’র বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কলকাতা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মার্চ ২৬ ০৯:৪৮:২১
আজকের ম্যাচের জন্য চেন্নাই’র বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কলকাতা

তবে এবারের আসরে সবাই দল গঠন করেছে নতুন করে। তাইতো দুই দলেই দেখা যাবে অনেক নতুন ক্রিকেটার। মুম্বাইয়ে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস একাধিক চ্যানেলে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরজ গিকওয়াদ, রবিন উথাপা, ডিভন কনওয়ে, রবীন্দ্র রায়দু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), শিবম ডুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), ডোয়াইন ব্রাভো, রাজভারহার হ্যাঙ্গ্জার্জার, ক্রিস জর্ডান / মাহেশ থেকশানা, অ্যাডাম মিলনে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইইর, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ রানা, স্যাম বিলিংস (উইকেট কিপার), আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, চামািকা করুণারত্ন, শিবম মভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব / রশখ সালাম দার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ