ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করাই পূজারাকে জড়িয়ে ধরলেন রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০১ ১০:৪৪:০৫
কাউন্টিতে ডাবল সেঞ্চুরি করাই পূজারাকে জড়িয়ে ধরলেন রিজওয়ান

ভারত জাতীয় দলের চেতেশ্বর পূজারা ও পাকিস্তান জাতীয় দলের মোহাম্মদ রিজওয়ান কাউন্টি ক্রিকেটে খেলছেন একই দলে। সাসেক্সের হয়ে খেলতে গিয়ে দুজনের একসাথে ব্যাটিংও করা হয়েছে। তবে দারুণ এক দৃশ্য দেখা গেল শনিবার (৩০ এপ্রিল)।

এদিন পূজারা ডাবল সেঞ্চুরি পূর্ণ করার সময়ে ক্রিজে ছিলেন রিজওয়ান। ডাবল সেঞ্চুরির মাইলফলকে পৌঁছাতেই পূজারাকে জড়িয়ে ধরেন রিজওয়ান। সেই মুহূর্তের ভিডিও ও ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পূজারার ডাবল সেঞ্চুরি হাঁকানোর ইনিংসে রিজওয়ানও বড় ইনিংস খেলেছেন। ১৪৫ বলের মোকাবেলায় ৭৯ রান করেন তিনি। পূজারার ইনিংসের সামনে অবশ্য নস্যি মনে হবে রিজওয়ানকে। সাজঘরে ফেরার আগে ৩৩৪ বল মোকাবেলা করে পূজারা করেন ২০৩ রান।

ভারত টেস্ট দল থেকে বাদ পড়া পূজারা গোটা কাউন্টি জুড়েই ভালো ফর্মে আছেন। আগের টেস্টে হাঁকিয়েছেন সেঞ্চুরি। তারও আগের টেস্টে হাঁকিয়েছেন আরেকটি ডাবল সেঞ্চুরি। সেই তুলনায় রিজওয়ান একটু পিছিয়ে। কাউন্টির এবারের মৌসুমে নেমে এবারই প্রথম অর্ধশতক হাঁকালেন।

তবে রান বা পারফরম্যান্স বাদ দিয়ে আলোচনায় পূজারা আর রিজওয়ানের পার্টনারশিপ। এক ভারতীয় দ্বিশতক হাঁকালেন, ক্রিজে তার সঙ্গী একজন পাকিস্তানি, যিনি কিনা এসে আলিঙ্গন করে ভাগ করে নিলেন ডাবল সেঞ্চুরির উদযাপন! সত্যিই তো, ক্রিকেটের বিজ্ঞাপনের জন্য এরচেয়ে ভালো দৃশ্য আর কী হতে পারে!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ