ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ফিফটি করেও সমালোচনার মুখে কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০১ ১১:১৬:০৫
ফিফটি করেও সমালোচনার মুখে কোহলি

বলা বাহুল্য, শচীনের শততম সেঞ্চুরিও হাসি ফোটায়নি ভারতীয়দের মুখে। কারণ মিরপুরে এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল ভারত। এর পেছনে ভারতীয়রা দায় দেখেন শচীনের মন্থর গতির সেঞ্চুরির।

এবার কোহলির অর্ধশতককেও এভাবেই দেখা হচ্ছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান জড়ো করে ব্যাঙ্গালোর। তাতে কোহলির অবদান ৫৮, তবে এজন্য তাকে খেলতে হয়েছে ৫৩ বল।

কোহলির এই মন্থর ব্যাটিংয়ের কারণে দলীয় স্কোর আরও বড় করা যায়নি, মনে করেন ব্যাঙ্গালোরের সমর্থকরা। গুজরাট এই লক্ষ্য তাড়া করে ফেলে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই। ফলে ব্যাঙ্গালোর বরণ করে হ্যাটট্রিক পরাজয়।

ফলে রানের ধারায় ফিরেও সমালোচনা সহ্য করতে হচ্ছে কোহলিকে। একনজরে দেখে নিন কোহলিকে দুয়ো জানিয়ে করা উল্লেখযোগ্য কিছু টুইট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ