ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: ঈদ নাটকে মোহাম্মদ আশরাফুল, দেখবেন যেভাবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০১ ১৯:৪৬:২২
ব্রেকিং নিউজ: ঈদ নাটকে মোহাম্মদ আশরাফুল, দেখবেন যেভাবে

নাটকের গল্প সম্পর্কে বলতে গিয়ে টিপু আলম মিলন বলেন, ‘সামাদ সাহেব গ্রামের সহজ-সরল এক ভদ্র মানুষ। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা থেকেই টিম বরিশাল নামে একটি দল গঠন করেন। টিম বরিশাল প্রতিবছরই ঈদ পূর্ণমিলনী উপলক্ষে যে ক্রিকেট টুর্ণামেন্ট হয় তাতে ১২ দলের মধ্যে ১২তম হয়। এর প্রধান কারণ দলীয় অধিনায়ক মাসুম গোলদারের স্বেচ্ছাচারিতা। সে নিজে ভালো না খেললেও ওপেনিং ব্যাটিং, ওপেনিং বোলিং করেন। এবং যারা তাকে বিভিন্নভাবে খুশী করতে পারেন তারাই ব্যাটিং, বোলিং পান এবং বাকীরা বঞ্চিত হন। মাসুম নিজে তার নাম পরিবর্তন করে রাখেন- আশরাফুল হাসান মাশরাফি ওরফে তাসকিন।’

‘সামাদ সাহেব দলের বারংবার ভরাডুবি দেখে এবার টুর্ণামেন্টকে সামনে রেখে ঢাকাতে ইউনিভার্সিটি পড়ুয়া তার ভাগ্নী (জেনিফার)-কে ডেকে এনে দলের দায়িত্ব দেন। জেনিফার সবকিছু বুঝতে পেরে মাসুম গোলদারকে দল থেকে বাদ দেন। মাসুম গোলদার নিউ টিম বরিশাল নামে নতুন দল গঠন করেন এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে ভুল বুঝিয়ে নিউ টিম বরিশালে খেলতে রাজি করান।’

‘গ্রামের মানুষদের ক্রিকেটার আশরাফুলের সাথে ছবি তোলা, ভিডিও কলে কথা বলিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি বলে গ্রামের মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন মাসুম গোলদার। ধীরে ধীরে টুর্ণামেন্টের দিন ঘনিয়ে আসে এবং ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল নিউ টিম বরিশালের হয়ে খেলতে বরিশালে যান। আশরাফুলকে দেখতে হাজারো মানুষের ভিড় লেগে যায়। ধীরে ধীরে ফাঁস হতে থাকে মাসুম গোলদারের কুকীর্তি।’

নাটকটিতে ক্রিকেটার আশরাফুলই তার চরিত্রে অভিনয় করেছেন। মাসুম গোলদারে চরিত্রে রয়েছেন রাশেদ সীমান্ত। আর জেনিফার চরিত্রে মিহি। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও আছেন ওলিউল হক রুমি, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে। ঈদের ৭ম দিন রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘ঈদ টুর্নামেন্ট’ নাটকটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ