ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

শচিন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন উদীয়মান রুতুরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০২ ১৬:৩৩:৫৭
শচিন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন উদীয়মান রুতুরাজ

চলমান আইপিএলে ব্যাট হাতে যে ঠিক ছন্দে ছিলেন তেমন না। গত আসরের সর্বোচ্চ রান স্কোরার চলতি আইপিএলে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অবশেষে কাঙ্ক্ষিত রুপে ফিরলেন রুতুরাজ। আর এমন দিনেই ফিরলেন যেদিন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬টি চার ও ছয়ের সাহায্যে ৫৭ বলে ৯৯ রানের ইনিংস খেলেছেন চেন্নাইয়ের এই ওপেনার। আর এদিনই আইপিএলে হাজার রানের ক্লাবে ঢুকেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

হায়দরাবাদের বিপক্ষে ৯৯ রান করায় আইপিএলে দ্রততম ব্যাটার হিসেবে ৩১তম ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রুতুরাজ। এই রেকর্ড এতদিন ছিল ভারতের কিংবদন্তী ব্যাটার টেন্ডুলকারের দখলে।

তিনিও ৩১ ম্যাচ খেলে এক হাজার রানের ক্লাবে প্রবেশ করেছিলেন। তারপরেই রয়েছেন চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। আইপিএলে এক হাজার রান করতে তিনি খেলেছিলেন ৩৪টি ম্যাচ। মুস্তাফিজদের অধিনায়ক রিশাব পান্টের এই রেকর্ড ছুঁতে লেগেছিল ৩৫ ইনিংস।

রুতুরাজ ও টেন্ডুলকারের চেয়ে দ্রুত এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি রয়েছে শন মার্শের। এই অস্ট্রেলিয়ান ব্যাটারের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছেন মাত্র ২১ ইনিংস।

উল্লেখ্য, রুতুরাজের ফর্মে ফেরর দিনে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংসও। জাদেজার পরিবর্তে অধিনায়কত্ব পালন করা ধোনির দল হায়দরাবাদের বিপক্ষে ১৩ রানের জয় পেয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ