ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বেন স্টোকস কেন এত গুরুত্বপূর্ণপাঁচটি কারণ জানালো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৪ ২২:২৩:২৮
বেন স্টোকস কেন এত গুরুত্বপূর্ণপাঁচটি কারণ জানালো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

প্রথম কারণ হিসেবে দেওয়া হয়েছে বেন স্টোকস একজন গেম চেঞ্জার। স্টোকসের বিভিন্ন গেম চেঞ্জিং ইনিংসের কিছু ঝলক দেখানো হয়েছে ভিডিওতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের সেই ঐতিহাসিক ম্যাচে স্টোকসের দুর্দান্ত পারফরম্যান্সকে আলাদা ভাবে দেখানো হয়েছে। পরবর্তী কারণ হিসেবে দেখানো হয়েছে সমানতালে ব্যাটিং এবং বোলিং করে যাবার সক্ষমতা। বিশ্বে অনেক অলরাউন্ডারই রয়েছে যারা গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং এবং বোলিং দিয়ে দলকে ম্যাচ জেতান।

তবে অধিকাংশ অলরাউন্ডারই যেকোনো একটি বিভাগে পারদর্শী থাকেন অপর বিভাগে তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে থাকে। বিশ্ব ক্রিকেটে এর আগে একমাত্র সাকিব-আল-হাসান ছাড়া কাউকে সমানভাবে ব্যাটিং এবং বোলিংয়ে ভালো করতে দেখা যায়নি। তবে স্টোকস এই ধারাটি ভেঙে দেখিয়েছেন সাকিবের পর সম্ভবত একমাত্র অলরাউন্ডার হিসেবে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই সমানভাবে পারফর্ম করে যাচ্ছেন ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক।

তৃতীয় কারণ হিসেবে দেখানো হয়েছে স্টোকসের অসাধারণ ফিল্ডিং কারিশমা। স্টোকস যে সত্যিকার অর্থে অলরাউন্ডার তা মাঠের পারফরমেন্সে স্পষ্ট। শুধু ব্যাটিং-বোলিং নয় ফিল্ডিং দিয়েও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন এই ক্রিকেটার। নিজের অল্পদিনের ক্যারিয়ারেই এই দশকের সেরা কিছু ক্যাচ ধরেছেন বেন স্টোকস। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান পাশাপাশি ব্রেক থ্রু এনে দেওয়া বলার, পাশাপাশি স্লিপ ফিল্ডিংয়ো করেন। ক্রিকেট মাঠে বোধ হয় কোনো ক্রিকেটার এর চেয়ে বেশি দায়িত্ব নিতে পারেন না।

চতুর্থ কারণ হিসেবে দেখানো হয়েছে মাঠে শতভাগ নিজেকে নিংড়ে দেওয়া। স্টোকসের ফিটনেস এবং কমিটমেন্ট নিয়ে বোধ হয় কারো কোন প্রশ্ন নেই। এই ক্রিকেটার যখনই মাঠে থাকেন সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেন। স্টোকসের সেরকম কিছু ক্লিপ দেখানো হয়েছে এই ভিডিওতে। যেমন উইন্ডিজের বিপক্ষে স্টোকসের বোলিংয়ে ব্যাটসম্যান ডাউন দা গ্রাউন্ড হিট করে।

সেখানে না ফিল্ডার না থাকায় স্টোক্স নিজেই ডাইভ মেরে ৪ বাঁচানোর চেষ্টা করেন। স্টোকসের জায়গায় কেউ থাকলে নিঃসন্দেহে চেষ্টাও করতেন না। স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এই চার বাঁচানো সম্ভব নয়। তবে মাঠে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে বিশ্বাস করেন এই অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত তিনি ও চারটি বাঁচাতে পারেনি তবে নিজের সর্বোচ্চটা ঠিকই দিয়েছেন।

পঞ্চম কারণ হিসেবে দেখানো হয়েছে স্টোকসের শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতাকে। হারার আগে হারবো না এই প্রত্যয়ে যেন বিশ্বাসী বেন স্টোকস। নিজের ক্যারিয়ারে এমন কিছু ম্যাচ বের করেছেন যেটি বোধহয় অনেকে জেতার কথা চিন্তাই করতেন না। তবে স্টক্স শুধু চিন্তাই করেননি ম্যাচগুলো বের ও করে এনেছেন।

সব মিলিয়ে স্টোকসকে এক প্রকার সম্মাননা দিতেই এই ভিডিওটি পোস্ট করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। স্টোকসেরও নিঃসন্দেহে বোর্ডের এই উদ্যোগটি ভালো লাগারই কথা। নতুন অধিনায়ককে চাপমুক্ত রাখতে এবং যথেষ্ট আত্মবিশ্বাসী রাখতে ইসিবি'র সূক্ষ্ম চেষ্টাটি বাহবা পেতেই পারে। অধিনায়কত্বে কেমন করেন স্টেক্স এটাই এখন দেখার পালা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ