ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের টেস্ট ইতিহাসকে পাল্টে দিলেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৭ ১২:৫৩:০৯
বাংলাদেশের টেস্ট ইতিহাসকে পাল্টে দিলেন তামিম

তৃতীয় দিন সকালে লঙ্কানদের বিপক্ষে অর্ধশতক হাঁকানো তামিম আছেন শতকের পথে। ইতোমধ্যে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তামিম অপরাজিত আছেন ৮৯ রানে। এরমধ্যে ৮৫ রান পার করতেই মুশফিককে টপকে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম।

শতকের পথে থাকা তামিম আছেন অন্য আরেকটি মাইলফলকের সামনে। বাংলাদেশের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিমের প্রয়োজন আর ৬৩ রান।

তামিম ছাড়াও টেস্টে অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়ও। এই ওপেনার অপরাজিত আছেন ৫৮ রানে। ওপেনিং জুটিতে টাইগারদের পক্ষে জয় ও তামিম তুলেছেন ১৫৭ রান।

দেড়শ রানের ওপেনিং জুটির কল্যাণে ১২ বছরের পুরানো রেকর্ড ভেঙে নিজেদের করে নিলেন তামিম-জয়। টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি গড়েছেন তারা। এর আগে ২০১০ সালে ম্যানচেস্টারে তামিম-ইমরুলের ১২৬ রান ছিল সর্বোচ্চ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ