ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

লিটন-মুশফিকের সেঞ্চুরির আশা নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৮ ১২:১৭:০৭
লিটন-মুশফিকের সেঞ্চুরির আশা নিয়ে বিরতিতে গেল বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিনের শেষ সেশনের মত চতুর্থ দিন প্রথম সেশনেও বাংলাদেশ কোনো উইকেট হারায়নি। দুই ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন লঙ্কানদের। একইসাথে যেন নিজেদের ধৈর্যের পরীক্ষাটাও দেওয়া হয়ে যাচ্ছে।

চতুর্থ দিন নিজেদের প্রথম ইনিংসে যে গতিতে রান তোলা প্রয়োজন, লিটন বা মুশফিক কারও ব্যাটিংয়েই সেই তাড়া দেখা যায়নি। আবার সফরকারীদের কাঙ্ক্ষিত উইকেটের দেখাও মিলছে না। সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাই অধৈর্য হয়ে পড়ার দশা দুই দলের মধ্যেই। ১৬৫ রানের জুটি গড়া লিটন-মুশফিক তাই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন নাকি নিচ্ছেন তা বলা কঠিন!

চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও এখনও লিড নিতে পারেনি বাংলাদেশ। ১৩৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩৮৫ রান। এখনও শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে ১২ রানে পিছিয়ে আছে টাইগাররা।

যদিও লিটন ও মুশফিক দুজনই শতকের পথে হাঁটছেন। ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শুরু করার সময় লিটন ৫৪ ও মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চ বিরতিতে দুজন গেছেন শতকের ভেঁপু শুনতে শুনতে। লিটন ১৮৮ বলে ৮৮ ও মুশফিক ২২২ বলে ৮৫ রান করে অপরাজিত রয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন ১ম সেশন শেষে)টস : শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৮৪/৩ (১৩৪ ওভার)তামিম ১৩৩* (রিটায়ার্ড হার্ট), লিটন ৮৮*, মুশফিক ৮৫*, জয় ৫৮রাজিথা ৩১/২, আসিথা ৬৩/১

বাংলাদেশ ১২ রানে পিছিয়ে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ