ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কলকাতার বিদায়, প্লে-অফের কঠিন সমীকরণের দাড়িয়ে আরসিবি ও দিল্লি, দেখেনিন হিসাব নিকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৯ ০৯:৩৩:৪৩
কলকাতার বিদায়, প্লে-অফের কঠিন সমীকরণের দাড়িয়ে আরসিবি ও দিল্লি, দেখেনিন হিসাব নিকাশ

কলকাতাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় লখনউ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। যদিও প্রথম দুইয়ে থাকা নিশ্চিত নয় সুপার জায়ান্টসের। রাজস্থান শেষ ম্যাচে চেন্নাইকে হারালে তারাও পৌঁছে যাবে ১৮ পয়েন্টে। স্যামসনদের নেট রান-রেট ভালো হওয়ায় তারা তখন দ্বিতীয় স্থানে উঠে আসবে। সেক্ষেত্রে লখনউকে তৃতীয় দল হিসেবে এলিমিনেটরে মাঠে নামতে হতে পারে। তবে রাজস্থান শেষ ম্যাচে হারলে লখনউ দ্বিতীয় দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে গুজরাটের বিরুদ্ধে।

রাজস্থান শেষ ম্যাচে হারলে তাদের সংগ্রহে থাকবে ১৬ পয়েন্ট। সেক্ষেত্রে আরসিবি শেষ ম্যাচে গুজরাটকে হারালে এবং দিল্লি শেষ ম্যাচে মুম্বইকে হারালে তারাও ১৬ পয়েন্টে পৌঁছবে। তিন দলের মধ্যে ২ দল তখন রান-রেটের নিরিখে প্লে-অফে যাবে। সেক্ষেত্রে আরসিবির ছিটকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কেননা তাদের রান-রেট বাকিদের থেকে খারাপ। সুতরাং, নিতান্ত ভরাডুবির মুখে না পড়লে রাজস্থান প্লে-অফে চলে যাবে ম্যাচ হেরেও।

আরসিবি তাদের শেষ ম্যাচে গুজরাটের কাছে হারলে রাজস্থান জিতুক-হারুক প্লে-অফে যাবেই। দিল্লি তখন মুম্বইকে হারালে তারা ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পাবে।

আরসিবি ও দিল্লি দু'দলই নিজেদের শেষ ম্যাচ হারলে তারা ১৪ পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে। পঞ্জাব বনাম হায়দরাবাদ ম্যাচের জয়ী দলও ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। তখন তিন দলের মধ্য থেকে কোনও এক দল প্লে-অফে যাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ