ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দল আমার কাছে রান চায়: লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ১৯ ১৪:৩৩:৩৮
দল আমার কাছে রান চায়: লিটন

প্রচণ্ড গরমের মাঝেই চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট। মুশফিকুর রহিম কিপিং গ্লাভস ছাড়ার পর সেটির দায়িত্ব সামলাচ্ছেন লিটন। এমন গরমে ১৫০-১৬০ ওভারে কিপিং করে এসে ব্যাটিং করাটা বেশ কষ্টকর। তবুও ব্যাটিংয়ে এসে খেলেছিলেন ৮৮ রানের দারুণ এক ইনিংস। এমন গরমে কিপিং ও ব্যাটিং, দুটিই কষ্টকর বলে জানিয়েছেন লিটন।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘মনোযোগ তো সবসময়ই দিতে হয় (মাঠে)। পরিশ্রমের জায়গাটাও অনেক। কারণ, এরকম কন্ডিশনে ১৬০ ওভারের মতো কিপিং করা, আলাদা চ্যালেঞ্জ থাকে এই প্রচণ্ড গরমে, এরপর ব্যাটিংয়ের দায়িত্ব তো আছেই, দল আমার কাছে রান চায়।‘

‘আমার কাছে মনে হয়, দুটিই কষ্টকর। তবে আমি যখন ব্যাটিংয়ে যাই, মাথায় রাখি যে দল আমার কাছে অনেক কিছু চায়। এটা আমাকে আত্মবিশ্বাস দেয় যে দল আমাকে মূল্যবান ক্রিকেটার মনে করে। চেষ্টা করি দলকে কিছু দেওয়ার।’

ক্যারিয়ারের শুরু দিকে একটু ধুঁকলেও সম্প্রতি সাদা পোশাকে রঙ ছড়াচ্ছেন লিটন। ২০১৯ সালের জানুয়ারি থেকে ১৮ ম্যাচ খেলা লিটনের ব্যাট থেকে এসেছে ১ হাজার ১৭২ রান। প্রায় ৪০ গড়ে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটার সেই সময় দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন সাতটি হাফ সেঞ্চুরি। মানসিকতা ও প্রস্তুতির মেথড পরিবর্তনের ফলে এমন সাফল্য পাচ্ছেন বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘আমি প্র্যাকটিস মেথড বদলেছি, বিশেষ করে এই সংস্করণের জন্য। নির্দিষ্ট কিছু অনুশীলন করেছি, মানসিকতার বদল তো অবশ্যই। নিজের ধৈর্য (বেড়েছে)… আমার মনে হয়, অনুশীলন আর মানসিকতার জন্যই হয়তো ফল পাচ্ছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ