ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

একেই বলে ভাগ্য, রশিদের বলে 'বোল্ড' হয়েও মাঠ ছাড়তে হল না ম্যাক্সওয়েলকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ২০ ১২:২৪:৩৬
একেই বলে ভাগ্য, রশিদের বলে 'বোল্ড' হয়েও মাঠ ছাড়তে হল না ম্যাক্সওয়েলকে

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে বোল্ড হয়েও ডেভিড ওয়ার্নার বেঁচে গিয়েছিলেন বেল পড়েনি বলে। ঠিক একই ছবি দেখা গেল এই ম্যাচেও। সেবার যুজবেন্দ্র চাহাল ছিলেন হতভাগ্য বোলার। এবার রশিদ খানের বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে যান ম্যাক্সওয়েল।

আরসিবি ইনিংসের ১৪.৩ ওভারে ফ্যাফ ডু'প্লেসিকে আউট করেন রশিদ। ব্যাট হাতে ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। মাঠে নেমে প্রথম বলেই বোল্ড হন গ্লেন। তবে বেল না পড়ায় বেঁচে যান তিনি। বল উইকেটকিপারকে এড়িয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। ম্যাক্সওয়েলের উইকেট খোয়ানোর বদলে চার রান উপহার পেয়ে যায় আরসিবি।

ম্যাক্সওয়েল শেষমেশ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। আরসিবি ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটানসকে। প্রথমে ব্যাট করে গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ