ফেঁসে গেলেন বাবর আজম

বাবরের ছোট ভাই সাফির আজম ক্রিকেট খেলেন। হয়তো ভালোই খেলেন। কিন্তু তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে নিজের জায়গা করে নিতে পারেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও নথিভুক্ত কোনো খেলোয়াড় তিনি নন। তাই লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারের কোনো সুযোগ-সুবিধাই ব্যবহার করার অধিকার তাঁর নেই। এসব সুযোগ–সুবিধা কেবল পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার ও হাই পারফরম্যান্স ইউনিটের খেলোয়াড়দের। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেট খেলা অনেক ক্রিকেটারও এই সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারেন না।
সাফির এত কিছু বোঝেননি। ভাইয়ের প্রভাব ব্যবহার করে তিনি হাই পারফরম্যান্স সেন্টারের নেটে অনুশীলন করেছেন। নিজের ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি ভিডিও পোস্টও করেছেন। বাবর ফেঁসেছেন সেই ভিডিওর কারণেই।
ভিডিওতে দেখা যাচ্ছে বাবরের ভাই সাফির নেটে ব্যাটিং করছেন। বাবর ক্যামেরার পাশে দাঁড়িয়ে ‘বহুত আলা’ বলছেন। উর্দু ভাষায় ‘বহুত আলা’ মানে প্রশংসা। ভাইয়ের ব্যাটিং দেখে মুগ্ধই হচ্ছেন পাকিস্তান অধিনায়ক। বোলিংটা বাবর করেননি, করেছেন বাবরেরই এক সহকর্মী। তবে পিসিবির ক্ষিপ্ত হওয়ার বড় কারণ হচ্ছে, অপেশাদার সাফিরকে বোলিং করছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পেসার শাহনেওয়াজ দাহানি।
এ ব্যাপারে পিসিবির একজন মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘বাবর কিছুদিন আগে হাই পারফরম্যান্স সেন্টার তাঁর ছোট ভাইকে নিয়ে আসেন। সেখানে তাঁর ভাই নেটে ব্যাটিং অনুশীলন করেছেন, এটা পিসিবির দৃষ্টিতে পড়েছে।’
মুখপাত্র আরও বলেন, ‘ব্যাপারটা নিয়ম বহির্ভূত। পাকিস্তানের কোনো ক্রিকেটার এটি নিজে ব্যবহার করতে পারবেন ঠিকই, কিন্তু সেখানে তিনি তাঁর নিজের বন্ধু-বান্ধব বা আত্মীয়কে আনতে পারবেন না। বাবরকে এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। তিনি যেন এই ভুল ভবিষ্যতে না করেন।’
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তাঁর অবস্থান আর শৃঙ্খলা রেকর্ড অবশ্য বিবেচনায় নিচ্ছে পিসিবি। বোর্ড এটিকে বাবরের অনিচ্ছাকৃত ভুল হিসেবেই দেখেছে বলে জানিয়েছেন মুখপাত্র, ‘আমরা বাবরের অবস্থান জানি। তাঁকে খুব বিনয়ের সঙ্গেই ব্যাপারটি মনে করিয়ে দেওয়া হয়েছে। এটাকে সাধারণ একটা অনিচ্ছাকৃত ভুল হিসেবেই দেখা হচ্ছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি