ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এমবাপে পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ, সব আলোচনার সমাপ্তি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ২১ ১২:৪৬:৫৭
এমবাপে পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ, সব আলোচনার সমাপ্তি

এমবাপের মা ফায়জা লামারি জানাচ্ছেন, পিএসজি ও রিয়াল মাদ্রিদ- উভয়পক্ষের প্রস্তাব প্রায় কাছাকাছিই। তাই এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এমবাপে নিজেই নেবেন জানিয়ে সবাইকে অপেক্ষায় রেখেছেন তার মা।

কোরা প্লাসকে এমবাপের মা বলেছেন, ‘দুইটি প্রস্তাব- একটি পিএসজি থেকে, অন্যটি রিয়াল মাদ্রিদ থেকে। দুইটি প্রায় কাছাকাছিই। রিয়াল মাদ্রিদে আমার ছেলের তার ইমেজ রাইটসের ওপর নিয়ন্ত্রণ থাকবে। এখন আমাদের তার সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে দুই ক্লাবের প্রস্তাবের মধ্যে অল্পই পার্থক্য। এখন দেখার বিষয় সে কী সিদ্ধান্ত নেয়। এমবাপের ভবিষ্যত সম্পর্কে আমাদের আর কোনো আলোচনা বাকি নেই। এ বিষয়ে সব আলোচনা সমাপ্ত।’

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর তিনি চুক্তি নবায়ন করবেন নাকি নতুন ক্লাবে চলে যাবেন সেটিই দেখার বিষয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শনিবার মেতজের বিপক্ষে পিএসজির ম্যাচের পর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ