ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পিএসজিকে চ্যাম্পিয়নস লীগ জেতাতে চান মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ২১ ১৩:২৯:৫৯
পিএসজিকে চ্যাম্পিয়নস লীগ জেতাতে চান মেসি

এত ভালো দল নিয়েও রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে লজ্জাজনকভাবে হেরে বিদায় নিতে হয় পিএসজিকে। যার ফলে সমালোচনার মুখে পড়তে হয় দলটির ফুটবলারদের।

পিএসজির জার্সিতে নিজের প্রথম মৌসুমটা ভালো কাটেনি মেসিরও। গোল করতেই তো যেন ভুলে গিয়েছিলেন। আবার বারপোস্ট ছিল তার গোলের পথে প্রধান বাধা।

তবে হাল ছাড়ছেন না মেসি। আগামী মৌসুমে পিএসজিকে নিয়ে নতুন ভাবে লড়াই শুরু করতে চান এই আর্জেন্টাইন। সেই লড়াই চ্যাম্পিয়ন্স লিগ জিতেই শেষ করতে চান এই ক্ষুদে জাদুকর।

পিএসজির সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত মেসির চুক্তি আছে। এরপর তার গন্তব্য কোথায় হবে সেটা অজানা। হতে পারে মেজর সকার লিগ, হতে পারে ইউরোপের কোন লিগ, আবার হতে পারে পিএসজিই। তবে যাই হোক, সেসব নির্ভর করবে আগামী মৌসুমে পিএসজির ফলাফল এবং বিশেষ করে মেসির কাতার বিশ্বকাপ কেমন যায় তার উপর!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ