ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ডিপিএলে দুর্দান্ত পারফর্মেন্সের বিশাল পুরস্কার পেলেন নুরুল হাসান সোহান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ২১ ১৫:৩৭:৫১
ডিপিএলে দুর্দান্ত পারফর্মেন্সের বিশাল পুরস্কার পেলেন নুরুল হাসান সোহান

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঘরোয়া ক্রিকেটে খেলছে ক্লাবটি। চট্টগ্রাম থেকে শুক্রবার সকালেই ঢাকায় এসেছেন ক্রিকেটাররা। সন্ধ্যার পর নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম, এবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েসসহ শেখ জামালের ক্রিকেটাররা হাজির হয়েছিলেন শিরোপা উদযাপন অনুষ্ঠানে। শেষ সময়ে অনুষ্ঠানের হাজির হন সাকিব আল হাসানও।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বিসিবির পরিচালকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্টাইলিশ প্লেয়ার হিসেবে তুলে ধরা হয় নুরুল হাসান সোহানকে। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ও পরে মিলিয়ে ক্লাবটির হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। ৯৬.৬০ গড়ে ৪৮৩ রান করেছেন সোহান। যেখানে ছিল ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি। শেখ জামালের শিরোপা জয়ে তার ছিল বড় অবদান।

এ কারণেই সোহানকে ২৫ লাখ টাকা পুরস্কার দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এর বাইরে দলের সবাইকে ৫ লাখ টাকা করে পুরস্কার দেন তিনি।

সোহানের প্রশংসা করে আহমেদ আকবর সোবহান বলেন, ‘এখানে যাকে স্টাইলিশ প্লেয়ার বলা হলো, আমি তার খেলা দেখেছি। সে সত্যিই ভালো খেলেছে। শেখ জামাল যখন বিপর্যস্ত তখন সে দলকে টেনে নিয়ে গেছে। বসুন্ধরা গ্রুপ থেকে আমরা তাকে ২৫ লাখ টাকা দিচ্ছি। দলের বাকি সবাই ৫ লাখ টাকা করে পাবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ