লিটন ও মুশফিকের জোড়া ফিফটি, দেখেনিন সর্বশেষ স্কোর

২৪ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন লিটন দাস। দিনের শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন এই উইকেটকিপার ব্যাটার। পুরোটা সময় স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির ঠিক আগে জীবন পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।
ডানহাতি এই পেসারের শর্ট বলে হুক করতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন লিটন। তবে সেটা লুফে নিতে পারেননি কামিন্দু মেন্ডিস। তবে জীবন পেয়ে সেই সুযোগ কাজে লাগাতে ভুলেননি লিটন। আসিথার বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ৯৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
সকালের শুরু লঙ্কান পেসারদের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৪ রানে ৫ উইকেট বাংলাদেশের শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের দুজনের ৪২ রানের অবিচ্ছন্ন জুটিতে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ৫ উইকেটে ৬৬ রান। লিটন ২৬ এবং মুশফিক অপরাজিত ২২ রানে।
রাজিথা ও আসিথার বোলিং জুটিতে দিনের শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। তবে প্রথম সেশনের প্রায় শেষ দিকে এসে দুঃসংবাদ পেতে হয় সফরকারীদের। ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলের সময় হঠাৎই বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন কুশল মেন্ডিস। পরবর্তীতে চেকআপের জন্য তাকে দ্রুতই হাসপাতালে নেয়া হয়েছে।
চট্টগ্রামে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও। শান্ত ফেরার পরের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাকিব। রাজিথার ফুল অব সুইং ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাঁহাতি এই ব্যাটার। তৎক্ষণাৎ রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার। তাতে গোল্ডেন ডাকে ফিরতে হয় সাকিবকে।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে হতাশার শুরু বাংলাদেশের। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে শান্ত খানিকটা থিতু হওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। রাজিথার বলে বোল্ড হয়ে ফিরতে হয় ৮ রান করা এই ব্যাটার।
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুমিনুল হকের। তবে তামিমের ফেরার পরের বলে চার মেরে রানের খাতা খোলায় খানিকটা আত্মবিশ্বাসী মনে হচ্ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। তবে সেটা ধরে রাখতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।
আসিথার আউট সাইড অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে খানিকটা দেরিতে ব্যাট চালিয়েছেন মুমিনুল। তাতে এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ৯ রান করা এই ব্যাটারকে। তাতে সর্বশেষ ৬ ইনিংসে ব্যাটিং করে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি মুমিনুল।
প্রথম ওভারে জয়কে হারালেও রাজিথার পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের রানের খাতা খুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ রানের খাতা খুললেও জয়ের মতো শূন্যতে ফিরেছেন তামিম ইকবাল। আসিথা ফার্নান্দোর লেংথ ডেলিভারিতে এজ হয়ে প্যাভিলিয়নের পথে ফেরেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিয়ান।
দিনের প্রথম বলেই মাহমুদুল হাসান জয়ের বিপক্ষে আবেদন করেছিলেন পেসার কাসুন রাজিথা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে পরের বলেই জয়কে ফেরান ডানহাতি এই পেসার। এবার অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয়নি রাজিথাকে। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন জয়।
পঞ্চম দিনে গিয়ে ড্র হয়েছিল চট্টগ্রাম টেস্ট। তাতে ঢাকা টেস্ট দুই দলের জন্যই সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে যাওয়ার নাঈম হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে বছর তিনেক পর বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন এই অলরাউন্ডার।
এ ছাড়া পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে ঢাকা টেস্টের একাদশে এবাদত হোসেন। শ্রীলঙ্কার একাদশে লাসিথ এম্বুলদেনিয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রভীন জয়াবিক্রমা। আর ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের মাঝ পথে ছিটকে যাওয়া বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে খেলছেন কনকাশন সাব হিসেবে প্রথম টেস্ট খেলা কাসুন রাজিথা।
বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
শ্রীলঙ্কা: ওশাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রভীন জয়াবিক্রমা, আসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৩৩/৫ (৪৩ ওভার) (শান্ত ৮, মুমিনুল ৯, লিটন ৬২*, মুশফিক ৫২*; রাজিথা ৩/১৬, আসিথা ২/২৬)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি