ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় এক ক্রিকেটারকে দেশে পাঠালো শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ২৪ ১৪:০৪:২৪
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় এক ক্রিকেটারকে দেশে পাঠালো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড থেকে বিদায় নিচ্ছেন তিনি। এই সিরিজে অভিষেক হতে পারতো তার। যদিও চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টের একাদশেও রাখা হয়নি তাকে। ফলে নিশ্চিতভাবেই টেস্ট অভিষেকের অপেক্ষা বেড়ে গেল লঙ্কানদের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের।

ঠিক কী কারণে মিশ্রাকে দেশে পাঠানো হয়েছে সেটা অবশ্য লঙ্কান দলের পক্ষ থেকে জানানো হয়নি। শুধুমাত্র একটি বিবৃতির মধ্য দিয়ে জানানো হয়েছে, মিশ্রা'র বিপক্ষে ওঠা অভিযোগের তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

তদন্তের পর দোষী সাব্যস্ত হলে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করবে এসএলসি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটাও নিশ্চিত করেছে এসএলসি।

চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ায় বর্তমানে সিরিজের ফলাফল ০-০। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। সেঞ্চুরি করে ফিরে গেছেন লিটন দাস। ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ