ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

গোপন তথ্য ফাঁস: দোষ স্বীকার করে কড়া শাস্তি পাচ্ছেন দীনেশ কার্তিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ২৮ ১৫:১৪:২৪
গোপন তথ্য ফাঁস: দোষ স্বীকার করে কড়া শাস্তি পাচ্ছেন দীনেশ কার্তিক

ফলে ১৫ তম IPL-এর শেষটা মোটেও ভালো হল না দীনেশ কার্তিকের জন্য। IPL-এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “IPL -এর কোড অফ কন্ডাক্টের ২.৩ নম্বর ধারা অনুসারে কার্তিক লেভেল ১ দোষ করেছেন। এবং তিনি তা স্বীকার করেছেন।”

ম্যাচ রেফারির রিপোর্টের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হয়েছে দীনেশ কার্তিককে। ফলত কড়া শাস্তির মুখে পড়তে হবে তাঁকে। এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ১৪ রানে হারায় RCB। সেই ম্যাচে দীনেশ কার্তিক করেন ২৩ বলে ৩৭ রান। রজত পতিদার করেছিলেন ১১২ রান।

তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামেন তাঁরা। কিন্তু, সেখানে নেমে ছন্দপতন। জয়ের ধারা ধরে রাখতে অক্ষম হয় RCB। ফলস্বরূপ IPL থেকে ছিটকে গেল এই দল।

বলা চলে, দলগত ব্যর্থতার খেসারত দিতে হল তাদের। রজত পতিদার বাদে আর কেউ ছাপ রাখার মত পারফর্ম করতে পারলেন না। দলে বড় বড় নাম থাকলেও তারা সবাই ব্যর্থ। ফলে ১৫৭ রানে আটকে যায় RCB।

দুর্দান্ত বোলিং করে তাদের কম রানে আটকে রাখে রাজস্থান রয়্যালস বোলাররা। RCB-র হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন রজত পতিদার। বিরাট কোহলি করেন সাত রান।

এদিকে রান তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যপূরণ হয় রাজস্থানের। সৌজন্য অবশ্য জস বাটলারের। তিনি এই ম্যাচে চতুর্থ শতরান করেন। তাঁর ১০৬ রানের ইনিংসের সুবাদে ১৮.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস।

হয়ত বাটলারকে আরও কম রানে আটকানো যেত। বাটলার যখন ৬৬ রানে ব্যাট করছিলেন তখন একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন দীনেশ কার্তিক। তারপর আর বাটলারকে আটকানো যায়নি। চলতি IPL-এ ৪টে শতরান করে ৮০০-রও বেশি রান করলেন। ম্যাচেও সেরাও হয়েছেন তিনি।

১৪ বছর পর রাজস্থান রয়্যালস IPL ফাইনালে উঠল। ২০০৮ সালে তারা ফাইনালে উঠেছিল ও চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর একাধিকবার প্লে অফে উঠলেও ফাইনালে ওঠা হয়নি। এবার লম্বা প্রতীক্ষার অবসান হল। ট্রফি কি আসবে? প্রশ্ন সমর্থকদের মনে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Undefined variable $webp_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 367

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 368

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 369

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একাধিক ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বিনিয়োগকারীদের ‘দ্রুত লাভ’ দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দাবি করা... বিস্তারিত