ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এবার দেশের কোচদের কোচের ভূমিকায় সিডন্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ৩০ ১৮:১৮:৩৬
এবার দেশের কোচদের কোচের ভূমিকায় সিডন্স

মিরপুরে বিসিবির অধীনে লেভেল-২ কোচিং কোর্স করছেন তারা। আগের দিন রঙ্গনা হেরাথ তাদের একটি সেশন নিয়েছিলেন। এবার কোচিং সেশন নিলেন সিডন্স। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, কোচদের জাতীয় দলের বাইরেও কাজে লাগানোর পরিকল্পনা অনেক দিনের।

তবে সময়-সুযোগ এক হয় না বলে বেশিরভাগ সময়ই এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। জালাল বলেন, ‘এটা আগেই পরিকল্পনা ছিল। হেরাথ ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছে না তার একটা ব্যক্তিগত কাজের জন্য। ওকে অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে থাকতে হবে।

ইমিগ্রেশনের একটা ব্যাপার আছে। ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছে না বলে বলেছে আমি এখানে কিছু দিন সময় দিব। এই সময়টা আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্পিন ক্যাম্পের ব্যবস্থা করেছি।’

‘সিডন্সও এভেইলেবল ছিল। ও এখান থেকে সরাসরি ইংল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে। আগেই পরিকল্পনা ছিল তাদের দিয়ে কাজ করানোর জন্য।’ ক্রিকেটারদের পাশাপাশি দেশের কোচরাও এই হেভিওয়েট কোচদের মাধ্যমে উপকৃত হবেন, এটাই লক্ষ্য বোর্ডের। জালাল বলেন, ‘উপকার তো অবশ্যই হবে। সবচেয়ে বড় সমস্যা এমন প্রোগ্রামের শিডিউল বের করা।

জাতীয় দলের একটার পর একটা সিরিজ আছে। সময় বের করা খুব কঠিন। আমরা তো চাই যারা আছে কোচরা তারা স্থানীয় খেলোয়াড়-কোচদের নিয়ে কাজ করুক। সময় বের করা কঠিন হয়ে যায়।’

সাবেক শিষ্যদের কোচিংয়ে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ সিডন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পেইজ থেকে সিডন্স লিখেছেন, ‘আমাদের দেশের সেরা কোচদের সাথে কোচিং সেশন। ডলার, আফতাব, নাজমুল, রাসেল, তুষারের মত আমার সাবেক খেলোয়াড়দের পেয়ে ভালো লাগছে। এখনো তারা দেশের ক্রিকেটে অবদান রাখছে দেখে ভালো লাগছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ