ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামছে ইতালি বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ৩১ ১০:২৯:০৪
হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামছে ইতালি বনাম আর্জেন্টিনা, দেখেনিন সময়

দুঃস্বপ্নের মতো এই অভিজ্ঞতা ভুলতে না ভুলতেই ইউরো চ্যাম্পিয়নরা ‘ফিনালিসিমায়’ মুখোমুখি হচ্ছে কোপার শিরোপাজয়ী আর্জেন্টিনার। আলবেসিলেস্তেদের হারিয়ে বিশ্বকাপে না খেলার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি। এমনটাই জানালেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা।

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে ডোনারুমা জানালেন, এ নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছে তার। বললেন, “প্যারিসে নিজেদের শেষ ম্যাচের পর আমরা নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছি। তবে তার আগেই তার সঙ্গে নিজেদের নিয়ে অল্পসল্প কথা হয়েছে আমার।”

আগামী ২ জুন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচের প্রস্তুতি সম্পর্কে ডনারুমা বলেন, “আর্জেন্টিনা অসাধারণ এক দল। তাদের জন্য আমাদের সেরা প্রস্তুতিটাই নিতে হবে।”

“এটা মোটেও সহজ একটা বছর ছিল না। তবে আমি সবসময় যেমন থাকি, কঠোর পরিশ্রম করি, এখনো তেমনই আছি। বিশ্বকাপের হতাশাটা এখনো তরতাজাই আছে, এরই মধ্যে বুধবার আমাদের ম্যাচ, সেটা জিততে হবে আমাদের। আমাদের শিগগিরই ভালো খেলা শুরু করতে হবে, ভালো ফলাফল পাওয়া শুরু করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না আমরা ইউরোয় কী করেছি। আমরা দারুণ একটা দল, আমরা অবিশ্বাস্য ফলাফল অর্জন করেছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ