ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

মার্সেলোর বিদায়ী ভাষণে এমবাপেকে গালিগালাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ৩১ ১৩:০০:০৪
মার্সেলোর বিদায়ী ভাষণে এমবাপেকে গালিগালাজ

এদিকে একের পর এক চমক দেখিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল। ফাইনালে দুর্দান্ত এক ম্যাচে লিভারপুলকে হারিয়ে ১৪তম শিরোপা নিজেদের করে নেয় দলটি। আগের দিন মাদ্রিদে চ্যাম্পিয়ন রেলিতে বের হয় তারা। এরপর চিরাচরিত সেই উদযাপন। দেবীর উপর পতাকা এবং স্কার্ফ রাখেন দলের মূল অধিনায়ক মার্সেলো।

এরপর সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিতে আসেন মার্সেলো। তার ভাষণের মাঝেই সমর্থকরা হঠাৎই গালিগালাজ করতে থাকেন এমবাপেকে। সূর তুলে গালি দিতে থাকেন তারা। হাত তুলে তাদের গালি থামানোর আহ্বান জানান এ ব্রাজিলিয়ান। কিন্তু আপন মনে গালিগালাজ করেই যান সমর্থকরা।

এদিকে গত কয়েক মৌসুম ধরেই এমবাপেকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ছিল রিয়াল। চলতি মৌসুমে তো নিজেদের খেলোয়াড় হিসেবে স্রেফ ঘোষণাটা বাকি ছিল তাদের। এমবাপেকে নিজেদের খেলোয়াড় ভাবতে শুরু করেছিলেন সমর্থকরা। কিন্তু হঠাৎ করেই পিএসজিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এ ফরাসি। তাতেই ক্ষেপে যান রিয়াল সমর্থকরা।

তাছাড়া এর পেছনে কারণও রয়েছে তাদের। কারণ এমবাপের সঙ্গে মৌখিক আলোচনা প্রায় চূড়ান্ত ছিল রিয়ালের। বাকি ছিল আনুষ্ঠানিক চুক্তি। কিন্তু পিএসজির প্রস্তাবে হুট করেই মন গোলে যায় এমবাপের। চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেন তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ