ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

জিম্বাবুয়ের ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটালো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০১ ১১:৫৭:০৫
জিম্বাবুয়ের ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটালো অস্ট্রেলিয়া

সর্বশেষ ২০০৪ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে খেলতে নেমছিল হিথ স্ট্রিকারের দল। অজিদের মাঠে দুই দলের সেই ম্যাচে অবশ্য কোনো ফলাফল আসেনি বৃষ্টির জন্য। অজিদের মাঠে অবশ্য জিম্বাবুইয়ানদের কোনো জয় নেই। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় খেলা ১৩ ম্যাচের ১২টিতেই হেরেছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২৮ আগস্ট টাউনসভিলে শুরু হবে। একই ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ। ২৮ এর পর ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। এই সফরে একটি টেস্টও খেলতে চেয়েছিল জিম্বাবুয়ে। তবে টেস্ট খেলার ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছে স্বাগতিক অজিরা।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪ বছর পর অজিরা খেলতে নামবে টাউনসভিলে। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে এই মাঠে খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে এই মাঠটি নিজেদের হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছিল পাপুয়া নিউ গিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ