ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ম্যাককালামের প্রস্তাবে রাজি মঈন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০২ ১২:১৭:৫৮
ম্যাককালামের প্রস্তাবে রাজি মঈন

মঈন টেস্ট ছেড়েছেন আগেই। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পুরোপুরি অলরাউন্ডারও বনে গেছেন। তবে মঈনের সামর্থ্যের কথা পুরোপুরি মনে আছে ম্যাককালামের। মঈনের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।

ম্যাককালামের সঙ্গে যোগাযোগের ব্যাপারে মঈন বলেন, 'বাজ (ম্যাককালাম) আমাকে বার্তা পাঠিয়েছিল। সে জানতে চেয়েছিল আমি খেলতে চাই কিনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমি তার সঙ্গে খেলেছি। সে যেভাবে কাজ করে সেটা আমি উপভোগ করেছি।'

'আমরা তখন কথা বলেছি। সে জানতে চেয়েছে যদি সামনে কোনও সফর থাকে তাহলে আমি খেলতে চাই কিনা। আমি বলেছি, 'আমাকে ডাক দিও'। আমরা আলোচনা করব। আমার দরজা খোলা।'

অবসর নেয়ার আগ পর্যন্ত ক্যারিয়ারে ৬৪ টেস্ট খেলেছিলেন মঈন। ব্যাট হাতে করেছিলেন দুই হাজার ৯১৪ রান। বল হাতে উইকেট নিয়েছিলেন ১৯৫টি।

এদিকে মঈন ছাড়াও আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন ও জস বাটলারকে টেস্ট দলে নিয়মিত চান ম্যাককালাম। ইতোমধ্যেই নতুন অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের অভিজ্ঞ দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে দলে ফিরিয়েছেন ম্যাককালাম।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ