ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পর্তুগাল ও স্পেনের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৩ ০৯:২৭:১১
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো পর্তুগাল ও স্পেনের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

স্পেন-পর্তুগালের ড্র করার দিন এ লিগের দুই নম্বর গ্রুপের গ্রুপে অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। প্রথম ম্যাচের পর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে চেক প্রজাতন্ত্র। পরের দুইটি স্থানে রয়েছে পর্তুগাল ও স্পেন। সবার নিচে সুইসরা।

বৃহস্পতিবার রাতের ম্যাচটিতে দুই মাস আগের সবশেষ ম্যাচের দলে ছয়টি পরিবর্তন আনেন স্পেনের কোচ লুইস এনরিকে। পর্তুগাল একাদশেও ছিল তিনটি পরিবর্তন। একগাদা পরিবর্তন নিয়েও সন্তোষজনক পারফরম্যান্স উপহার দেয় স্পেন।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল করেন আলভারো মোরাতা। এই লিড তারা ধরে রাখে ৮১ মিনিট পর্যন্ত। ম্যাচের ৮১ মিনিটের সময় তরুণ মিডফিল্ডার গাভি উঠে যাওয়ার পরপরই গোলটি হজম করে তারা। পর্তুগালকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন সাত বছর পর দলে ফেরা রিকার্ডো হোর্তা।

রোববার পরের চেক রিপাবলিকের মুখোমুখি হবে স্পেন। একই দিনে পর্তুগাল ঘরের মাঠে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ